০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বড়াইগ্রামে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বড়াইগ্রামে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত। - ছবি : নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন দফাদার (৪২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী তাওরাত হাসান।

মঙ্গলবার সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড়ে জননী হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন যশোর কোতোয়ালি থানার দোগাছিয়া গ্রামের আব্দুল মালেক দফাদারের ছেলে। আহত তাওরাত একই এলাকার দেউগাছি গ্রামের বাবুর আলীর ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ আহম্মেদ জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে যশোর থেকে ময়মনসিংহের ভালুকাগামী ট্রাকের (ঢাকা মেট্রো ড-১১-৫৪২৬) সাথে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী ট্রাকের (ঢাকা মেট্রো ট-২৪-৫৫২৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভালুকাগামী ট্রাকের চালক লিটন ঘটনাস্থলেই মারা যান। ওই ট্রাকচালকের সহকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, অপর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পরপরই ট্রাক দু’টি সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।


আরো সংবাদ



premium cement