১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আদমদিঘিতে আ’লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

মোখলেছার রহমান - নয়া দিগন্ত

বগুড়ার আদমদিঘিতে নিজ ঘর থেকে মোখলেছার রহমান (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মোখলেছ উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও নশরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের মরহুম ইসমাইল মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোকলেছার রহমানের দুই স্ত্রী রয়েছে। তার প্রথম স্ত্রী গ্রামের বাড়ি বিনাহালীতে বসবাস করেন এবং তিনি দ্বিতীয় স্ত্রী আফরোজাকে নিয়ে আদমদিঘি উপজেলা পরিষদের পাশে একটি ভাড়া বাসায় থাকেন। স্ত্রী আফরোজা উপজেলার চাটখইর মাদরাসায় শিক্ষকতা করেন। আফরোজা প্রতিদিনের মতো সোমবার সকালেও তার স্বামীকে বাসায় রেখে মাদরাসায় যান। দুপুরে ফিরে সদর দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে প্রতিবেশীদের সহযোগিতা নেন। দরজা ভেঙে দেখতে পান যে ঘরের সেলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন মোখলেছ।

আদমদিঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement