Naya Diganta

সিমান্তর প্রথম বিজ্ঞাপনে অপু বিশ্বাস

আরটিভি আয়োজিত ‘তরুণ নির্মাতার নতুন গল্প’ প্রতিযোগিতার বিজয়ী আলভী রায়হান সিমান্তর প্রথম বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন নন্দিত নায়িকা অপু বিশ^াস। পরিচালক সিমান্তর ভাষ্য মতে, ‘সাবু সপ’-এর বিজ্ঞাপনে দর্শক নতুন এক অপু বিশ^াসকে দেখতে পাবেন। গত শুক্রবার বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে, জানালেন সিমান্ত। যেহেতু এটি সিমান্তর প্রথম বিজ্ঞাপন ছিল, তাই তার প্রস্তুতিও ছিল ব্যাপক। বিজ্ঞাপনটি নির্মাণের ক্ষেত্রে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বারিশা হক। কোরিওগ্রাফি এবং স্টাইলিংয়ে ছিলেন গৌতম সাহা। গতকাল অপু বিশ^াস একটি সিনেমার শুটিংয়ে অংশ নেন বিএফডিসিতে। সেখান থেকে ‘সাবু শপ’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে অপু বিশ^াস বলেন, ‘আমরা নানান সময়ে প্রমোশনাল কিছু বিজ্ঞাপনে কাজ করি। এটি তেমনই একটি প্রমোশনাল বিজ্ঞাপন। বারিশার ব্যবস্থাপনায় সিমান্তর নির্দেশনায় প্রথম কাজ করা। কোরিওগ্রাফি, সাইলিং করেছেন গৌতম সাহা। পুরো ইউনিট ভীষণরকম গুছানো ছিল। যে কারণে কাজ করতেও আমার ভীষণ ভালো লেগেছে। যেহেতু এটি সিমান্তর প্রথম কাজ। তাই তার মধ্যে ভালো একটি কাজ করার প্রবল চেষ্টাও ছিল। বারিশও অনেক অনুপ্রেরণা দিয়েছে। সব মিলিয়ে প্রমোশনাল এই ওভিসিটি অনেক ভালো হয়েছে। আশা করছি প্রচারে এলে সবারই ভালো লাগবে।’ সার্বিক তত্ত্বাবধায়ক বারিশ হক জানান, ভাষার মাসে এটি প্রচারে আসবে। এ দিকে অপু বিশ^াস গতকাল থেকে সোলায়মান হোসেনের পরিচালনায় ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার কাজ শুরু করেছেন। আজ শেষ হবে এই সিনেমার শুটিং। অপু এরই মধ্যে শেষ করেছেন বন্ধন বিশ^াসের ‘ছায়াবৃক্ষ’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ^াস পরিচালিত ‘শ^শুরবাড়ি জিন্দাবাদ টু’। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ডায়েল রহমানের ‘ঈশা খাঁ’ সিনেমাটি। অপু বিশ^াস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘ প্রিয় কমলা’।