২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

এশিয়ান ফাইভস হকি : অষ্টম স্থানে বাংলাদেশ মহিলা দল

এশিয়ান ফাইভস হকি : অষ্টম স্থানে বাংলাদেশ মহিলা দল। - ছবি : ইউএনবি

বাংলাদেশ মহিলা হকি দল ১০ দলের মহিলা এশিয়ান হকি ফাইভ-এ-সাইড (৫ সদস্য) বিশ্বকাপ বাছাইপর্বের অষ্টম স্থানে থেকে শোচনীয়ভাবে শেষ করেছে।

সোমবার (২৮ আগস্ট) ওমানের সালালায় তাদের শেষ খেলায় চাইনিজ তাইপেই এর কাছে ৮-৫ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

দুই দলের মধ্যে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচটি প্রথমার্ধে ৪-৪ গোলে অপারিজত থাকে উভয় দল।

দিনের লড়াই শেষে চাইনিজ তাইপেই নারীরা বাংলাদেশের আগে কেবলমাত্র সপ্তম স্থানেই শেষ করেনি বরং গত সপ্তাহে গ্রুপ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তাদের ৫-১০ গোলের পরাজয়ের মিষ্টি প্রতিশোধও নিয়েছে।

তাদের প্রথম ফাইভ-এ-সাইড আন্তর্জাতিক হকি টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশের সেরা খেলোয়াড় অর্পিতা পাল চারটি গোল করেন এবং ইরিন আক্তার রিয়া চাইনিজ তাইপের বিপক্ষে একটি গোল করেন।

এর আগে গ্রুপ ম্যাচে চাইনিজ তাইপে’র কাছে ১০-৫ গোলে, ইরানকে ৯-৩ গোলে এবং স্বাগতিক ওমানকে ৯-২ গোলে এবং ইন্দোনেশিয়ার কাছে ৪-৭ গোলে এবং হংকংয়ের কাছে ৭-১০ গোলে পরাজিত হয় বাংলাদেশ।

বাংলাদেশ মহিলা দল : সুমি আক্তার, মুক্তা খাতুন, ফারদিয়া আক্তার রাত্রি, অর্পিতা পাল, সানজিদা আক্তার মনি, কনা আক্তার, রিয়াসা আক্তার ও ইরিন আক্তার রিয়া।

এদিকে, মঙ্গলবার (২৯ আগস্ট) ওমানের সালালায় ভারতের বিপক্ষে এশিয়ান হকি ফাইভ বিশ্বকাপ বাছাইপর্বে তাদের অভিযান শুরু করবে বাংলাদেশ পুরুষ দল।

বাংলাদেশ জাতীয় পুরুষ হকি ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় বাছাই পর্বে অংশ নিতে শনিবার ওমানে পৌঁছেছে।

বাংলাদেশ পুরুষ দল : অসীম গোপ, সরোয়ার হোসেন, মাহবুব হোসেন, শফিউল আলম শিশির, দ্বীন ইসলাম ইমন, সরোয়ার মোর্শেদ শাওন, রাজু আহমেদ তপু ও আবেদ উল্লাহ।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ব্যস্ত শহর বগুড়া ফাঁকা : বৃষ্টির জন্য নামাজ আদায় অব্যাহত ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সমৃদ্ধ জনপদে পরিণত করবো : ড. শফিকুল ইসলাম মাসুদ কক্সবাজার সমুদ্র সৈকতে হিট স্ট্রোকে পর্যটকের মৃত্যু জামালপুরে বউ-শাশুড়ি দ্বন্দ্বের জেরে সংঘর্ষ : নিহত ১, আহত ২ ঈশ্বরদীর তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি, বেঁকে যাচ্ছে রেলপথ আটক জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান ফতুল্লা ৮৩০ গার্মেন্টেস শ্রমিক বিরুদ্ধে মামলা শ্রীনগরে ২ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ টানা চতুর্থবার কমলো স্বর্ণের দাম দেশের রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা : সাবেক গভর্নর সালেহউদ্দিন বগুড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৫

সকল