০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিনের অনুমোদন দিতে চায় রাশিয়া

- প্রতীকী ছবি

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১০ আগস্ট তারা বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ তহবিলের (আরডিআইএফ) প্রধান কিরিল দিমিত্রিভসহ অন্যান্য রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় বার্তা সংস্থা তাস।

যুক্তরাষ্ট্রের এক টেলিভিশন চ্যানেলে বলা হয়, ‘রাশিয়ান কর্মকর্তারা কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিতে যাচ্ছেন, যা তৈরি করেছে মস্কো ভিত্তিক গামালিয়া ইনস্টিটিউট।’

সোমবার রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গামালিয়া গবেষণা কেন্দ্র দ্বারা তৈরি অ্যান্টি-করোনাভাইরাস ভ্যাকসিনের ক্লিনিকাল পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের কাজ এখন শেষের দিকে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুসারে, বুধবার পর্যন্ত রাশিয়ায় আট লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১৩ হাজার ৪৮৩ জন। ইউএনবি


আরো সংবাদ



premium cement