১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাশিয়ান রকেট হামলায় দোনেৎস্ক অঞ্চলে নিহত ২

রাশিয়ান রকেট হামলায় দোনেৎস্ক অঞ্চলে নিহত ২ - সংগৃহীত

ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার রকেট হামলায় দু’জন নিহত এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে একটি ড্রোন হামলায় কমপক্ষে ছয়জন আহত হয়েছে।

রোববার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

ইউক্রেন এবং রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টানরা ইস্টার উদযাপন করার সময় রাতে এ হামলা চালানো হয়।

ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাশকিন যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি পোস্টে বলেন, ‘পোক্রভস্কে, রকেট হামলায় দুজন নিহত এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

পোকরভস্ক দোনেৎস্ক শহরের প্রায় ৬০ কিলোমিটার (৩৫ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত এই অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত রাজধানী যা মস্কো সংযুক্ত করেছে বলে দাবি করে।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া তার ভূখণ্ডে রাতে ২৪টি ইরানি ধাঁচের ‘শাহেদ’ ড্রোন নিক্ষেপ করেছে। যার মধ্যে ২৩টি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

টেলিগ্রামে খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ বলেন, ‘শাহেদ’ হামলার ফলে একটি বাড়ি এবং বাইরের চত্বরের কাঠামো পুড়ে গেছে।

রাশিয়া এবং ইউক্রেনের নেতারা যুদ্ধের প্রচেষ্টার পেছনে সমাজকে সমাবেশ করতে ধর্ম এবং গির্জার মতো প্রতিষ্ঠানকে ব্যবহার করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাজধানীর কেন্দ্রে কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ইস্টার বার্তায় যুদ্ধের কথা স্পষ্টভাবে উল্লেখ করেননি, যেটিকে রাশিয়া একটি ‘বিশেষ সামরিক অভিযান’ বলে।

ইউক্রেনে মস্কোর আক্রমণকে দৃঢ়ভাবে সমর্থনকারী অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলের সামনে একটি পাবলিক ভাষণে পুতিন তাকে ‘বর্তমান কঠিন সময়ে ফলপ্রসূ সহযোগিতার জন্য’ ধন্যবাদ জানান।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
পুলিশকে আক্রমণ : তাহেরীসহ ১৫ জনের নামে মামলা, গ্রেফতার ৩ টানা জয়ে শীর্ষে রংপুর, প্রত্যাবর্তনের ম্যাচে শান্তর ৮০ ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত : রেজাউল করিম টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির আবাহনীকে হারিয়ে শীর্ষে মোহামেডান ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাফিক আইন লঙ্ঘন : ডিএমপিতে ২ দিনে ১৭৯৯ মামলা কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি : নূরুল ইসলাম বুলবুল বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হচ্ছে রোববার বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদের বিকাশ ঘটছে!

সকল