২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

গজারিয়ায় জাটকা ধরার অপরাধে ৩ জনের কারাদণ্ড

গজারিয়ায় জাটকা ধরার অপরাধে ৩ জনের কারাদণ্ড - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়ার সর্বত্রই জাটকা ইলিশ নিধন করে বিক্রি চলছে। এই খবরে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়। মেঘনা নদীতে অভিযান চালিয়ে চার হাজার কেজি জাটকা জব্দ করা হয়।

শনিবার সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী জানান, ভোরে নৌ-পুলিশের সহায়তায় মেঘনা নদীতে গজারিয়া অংশে অভিযান চালিয়ে চার হাজার কেজি জাটকাসহ দুটি ট্রলার জব্দ করে।

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন করার অপরাধে মৎস সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী। সাজাপ্রাপ্তরা সকলে ষাটনল এলাকার বাসিন্দা।

এ সময় জব্দকৃত চার হাজার কেজি জাটকা মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও অস্বচ্ছল মানুষের মাঝে বিতরণ করা হয়। গজারিয়া নৌ-পুলিশ ও মৎস অফিসের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


আরো সংবাদ



premium cement