০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


গাজায় ছড়াতে পারে মহামারি

শরণার্থী শিবিরের পাশে বর্জ্যের স্তুপ - ছবি : এএফপি

গাজায় মহামারি ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করলো স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (২৭ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শরণার্থী শিবিরগুলোতে নানা ধরণের রোগ ও মহামারি ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, শিবিরের পাশে বর্জ্যের স্তুপ। সেখানে নানা ধরণের পোকা-মাকড়ের উৎপাত দেখা গেছে। সেখান থেকে জটিল রোগ বা মহামারিও ছড়িয়ে পড়তে পারে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ক্রমবর্ধমান তাপমাত্রার মধ্যে এই ধরনের মিশ্রণ একটি ‘স্বাস্থ্য বিপর্যয়ের’ হুমকি সৃষ্টি করে।

‘আমরা সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ও মানবিক সংস্থাগুলোর কাছে দ্রুত হস্তক্ষেপ করে এই সঙ্কট থেকে গাজাবাসীকে উদ্ধারের আহ্বান জানাই’ যোগ করেছে মন্ত্রণালয়।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement