০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কে গ্লোবাল মানি উইকের উদ্বোধন

-

‘আপনার অর্থ পরিকল্পনা করুন, আপনার ভবিষ্যৎ রোপণ করুন’ এই প্রতিপাদ্য নিয়ে গ্লোবাল মানি উইক-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠান গতকাল ২১ মার্চ ধানমন্ডিতে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ওইসিডি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অন ফিনেন্সিয়াল এডুকেশনের বিশ্বব্যাপী এ আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশে এই আয়োজনের সমন্বয়ক এবং পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিেিটড। তরুণ প্রজন্মের মধ্যে আর্থিক বিষয়ে সচেতনতা তৈরি করতে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) বিশ্বব্যাপী এই প্রচারণার আয়োজন করেছে যা ইতিমধ্যেই বিশ্বব্যাপী ১৭৬টি দেশ এবং ৫৩ মিলিয়ন শিশুর কাছে পৌঁছেছে।
উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো: সবুর খান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিেিটডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান , মিডিয়া ব্যক্তিত্ব ডা: আবদুন নুর তুষার, ফিউচার নেশনের (ইউএনডিপি) দেবাশীষ রায়, এসকেবিএফের অ্যাম্বাসেডর শায়লা আবেদীন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপদেষ্টা প্রফেসর উজ্জ্বল কে চৌধুরী, ব্যারিস্টার শেহরীন ষারাম চৌধুরী, পরিচালক এনভয় গ্রুপ, হারনেটের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সিইও মিস অলিশা প্রধান, বাংলাদেশ স্কিল ডেভেলাপমেন্ট ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কে এম হাসান রিপন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement