২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব সংযোজন

-

রাজধানীর কল্যাণপুরস্থ ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব সংযোজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবনে সিনা ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ট্রাস্টের অ্যাডিশনাল ডিরেক্টর অ্যান্ড সেক্রেটারি মো: নুরুল করিম। ইবনে সিনা ট্রাস্টের হেড অব মার্কেটিং এ এন এম তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ড সদস্য কর্নেল (অব:) প্রফেসর ডা: জেহাদ খান, ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মো: ফয়েজ উল্যাহ, এক্সিকিউটিভ ডিরেক্টর হসপিটাল সার্ভিসেস ব্রি. জেনারেল (অব:) ডা: ওয়ালিউর রহমান চৌধুরী, ইবনে সিনা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা: মো: মহিবুল আজিজ ও হাসপাতালের ডিরেক্টর প্রফেসর ডা: মো: নজরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতালের ডিরেক্টর মেডিক্যাল সার্ভিসেস ব্রি. জেনারেল (অব:) ডা: শহিদুল গণি, ইবনে সিনা হাসপাতালের ডিরেক্টর অ্যাডমিন মো: আনিসুজ্জামান ও ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: এ কে এম মহিউদ্দিন ভুঁইয়া (মাসুম) প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম বলেন, নতুন সংযোজিত এই ক্যাথল্যাবটি বিশ্বমানের, যার মাধ্যমে করোনারি এনজিওগ্রাফি, প্যারিফেরাল এনজিওগ্রাফি, রেনাল এনজিওগ্রাফি, পালমোনারি এনজিওপ্লাস্টি, রেনাল এনজিওপ্লাস্টি ও নিউরো ইন্টারভেনশনসহ সব ধরনের প্রসিডিউর করা সম্ভব হবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement