২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


চট্টগ্রামকে বাসযোগ্য ও মানবিক নগরীতে রূপান্তরের প্রক্রিয়া হাতে নিয়েছি : সুজন

-

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, চট্টগ্রামকে একটি বাসযোগ্য ও মানবিক নগরীতে রূপান্তরের প্রক্রিয়া হাতে নিয়ে অর্পিত দায়িত্ব পালনে ব্রতী হয়েছি। এতে যতটুকু সফল হই তা আগামীতে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তাদের চলার পথ সুগম করবে।
তিনি গতকাল শনিবার সকালে আন্দরকিল্লায় পুরাতন নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে চসিক শ্রমিক কর্মচারী লীগের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন। সভায় শ্রমিক কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেনÑ চসিক শ্রমিক কর্মচারী লীগ সভাপতি ফরিদ আহমদ, জাহেদুল আলম চৌধুরী, মোহাম্মদ ইয়াছিন চৌধুরী প্রমুখ। এ ছাড়া প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেমসহ শ্রমিক কর্মচারী লীগের অন্য নেতৃবৃন্দ ও সভায় উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সিবিএ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
চসিক শ্রমিক-কর্মচারীদের উদ্দেশে সুজন বলেন, নগরীর ৬০ লাখ মানুষের সেবা দিতে গিয়ে যারা শ্রম বিক্রি করছেন তারা আমার কাছে শ্রেষ্ঠ মানুষ। যারা শীত, গ্রীষ্ম, বর্ষায় রাত-দিন পরিশ্রম করে এ নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখছেন তাদের প্রতি আমার অন্তর নিংড়ানো ভালোবাসা। তাদের আমি স্যালুট জানাই। সিটি করপোরেশনের শ্রমিক-কর্মচারীরাই আমার কণ্ঠস্বর এবং আমারই অঙ্গ। সাবেক মেযর এ বি এম মহিউদ্দিন চৌধুরী চসিক পরিচ্ছন্নতা কর্মীদের সেবকের মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাকে আমি ধরে রাখবো। শ্রমিক-কর্মচারীরা মূল্যায়িত হলে আমি কৃতার্থ হব।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি দায়িত্ব নেয়ার আগে ডোর-টু-ডোর শ্রমিকদের একটি অংশ কাজ না করেও হাজিরা দিতÑ এটাকে আমি অপকর্মই বলব। প্রশাসক চসিক শ্রমিক-কর্মচারীদের উত্থাপিত বিভিন্ন দাবির যৌক্তিকতা স্বীকার করে এ জন্য একটি সুপারিশ করে যাওয়ার আশ্বাস দেন। তিনি জানান, ইতোমধ্যে গত মাসের প্রথম তারিখ শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধ করেছি। আগামীতেও শ্রমিক-কর্মচারীরা যাতে মাসের প্রথম তারিখ বেতন পায় সে ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি বলেন, পরিষ্কার করে বলতে চাই করপোরেশনের কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম কিংবা দুর্নীতি বরদাশত করা হবে না। আমি চসিক শ্রুমিক-কর্মচারীদের বলতে চাই, আপনারা শুদ্ধাচারী জীবনযাপন করুন এবং পেশাদারিত্বের ক্ষেত্রে আপনাদের যেন কোনো কলঙ্ক স্পর্শ না করে।

 


আরো সংবাদ



premium cement
বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ কী হবে হামাসের প্রতিক্রিয়া উইলিয়ামসনের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির ব্যাংক একীভূত করার প্রক্রিয়া কি হোঁচট খেল?

সকল