৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


গাজীপুর মেডিক্যালে চিকিৎসক নার্সদের বিক্ষোভ, হামলাকারীর বিচার দাবি

-

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাসকে মারধরের প্রতিবাদ এবং হামলাকারীদের বিচার দাবিতে চিকিৎসক, চিকিৎসা শিক্ষার্থী ও নার্সরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। গতকাল বুধবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। লাশের ময়নাতদন্তে দেরি হওয়ার অভিযোগে নিহতের স্বজনেরা গত মঙ্গলবার দুপুরে মেডিক্যাল কলেজের অধ্যক্ষের অফিসের জানালার কাচ ও ফুলের টব ভাঙচুরের ঘটনা ঘটায়।
চিকিৎসক-নার্সদের নিরাপত্তা ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস, ইন্টার্ন চিকিৎসক ডা: নুসরাত শারমিন তনু, মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগ নেতা মো: আল আমিন, সিনিয়র স্টাফ নার্স হাবিবুর রহমান হাবিব, গাজীপুর বিএমএ সভাপতি শামীমা নাসরীন শেলী, স্বাধীনতা নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও কর্মচারী নেতা মো: কবির হোসেন। বক্তারা হামলাকারীদের বিচার দাবি করে বলেন, ‘আমরা চিকিৎসাসেবা দিতে এসেছিÑ মার খেতে নয়’। হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।
গত সোমবার দুপুরে হাসপাতালের মর্গে দু’টি লাশ আসে। বিষয়টি তিনি গত মঙ্গলবার সকালে জানতে পারেন। দুপুর ১২টার দিকে তিনি লাশ দু’টির ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ১৫-২০ জন যুবক একসাথে তার অফিসে প্রবেশ করে ডাক্তার খুঁজতে থাকে। তিনি নিজকে ডাক্তার পরিচয় দিলে ওই যুবকেরা কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে। হামলাকারীরা তার অফিসের টেবিল ভাঙচুর ও কাগজপত্র তছনছ করে। এ সময় তার অফিস সহায়ক জাহিদ বাধা দিলে তাকেও মারধর করা হয়।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী ‘ইসলামী সমাজ বিপ্লব ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়’ ইসরাইলে জার্মানির অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিতে আইসিজের অস্বীকৃতি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহরাস্তি উপজেলা আ’লীগ সভাপতি গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? আইডিবি ২৮ দশমিক ৯ কোটি ডলারের ঋণ সহায়তা দিবে গাজায় সাহায্য সরবরাহ বাড়ানোর উপায় নিয়ে আলোচনায় ব্লিঙ্কেনের জর্ডান যাত্রা বৃষ্টি আইনে ভারতের কাছে বাংলাদেশের হার ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরে শ্রম আদালতের মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত নোয়াখালীতে নজিরবিহীন লোডশেডিং ‘আইসিজের গ্রেফতারি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল’

সকল