২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


‘আইসিজের গ্রেফতারি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল’

- ছবি : সংগৃহীত

আইসিজের গ্রেফতারি বিষয়ক সংবাদগুলো সন্দেহের সাথে পড়া উচিৎ বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক ও প্রখ্যাত সাংবাদিক অ্যান্টনি লোয়েনস্টাইন।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে) শিগগির ইসরাইলের সিনিয়র কর্মকর্তাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে মর্মে প্রতিবেদনগুলো সন্দেহের সাথে পড়া উচিত। কারণ, এটি স্পষ্ট নয় যে সংবাদগুলো ইসরাইলি সূত্রে আসছে নাকি বাইরের কোনো সূত্র থেকে আসছে। হতে পারে এর মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, লোয়েনস্টাইন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে আইসিজেকে ঘৃণা করেছে। কারণ তারা চায় না যে তাদের নিজস্ব সৈন্য, জেনারেল বা রাজনীতিবিদদের বিচারের মুখোমুখি করা হোক। এর উদাহরণ হিসেবে ইরাক ও আফগানিস্তানের গত ২০ বছরের ঘটনাবলী দেখা যেতে পারে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement