০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৭

-

ভারতের কেরালায় বন্যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ১ জুন থেকে ১৫ অগস্টের মধ্যে কেরালায় গড়ে ৩০.৭ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। মধ্য কেরালার অধিকাংশ এলাকায় গণপরিবহণ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত। বন্যার কারণে দক্ষিণ রেলওয়ে, কোচি মেট্রো পরিষেবা বন্ধ করে দিয়েছে। ২৬ অগস্ট পর্যন্ত পরিষেবা বন্ধ কোচি বিমানবন্দরেও।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, আবহাওয়া দফতরের খবর অনুযায়ী পানির স্তর আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। দুর্গতদের উদ্ধারে আরো হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেছেন। রাজ্যের ১৪টি জেলাতেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার কেরালায় বন্যাপরিস্থিতি দেখতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সর্বত্র বহু মানুষ পানিবন্দি রয়েছেন। তাদের জন্য পর্যাপ্ত খাবার পানি ও খাবার দরকার। স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা করতে বলা হয়েছে।

তিনি জানান, উদ্ধারকাজে সুবিধার জন্য হেলিকপ্টারের পাশাপাশি আরো নৌকা আনারও ব্যবস্থা করা হচ্ছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া


আরো সংবাদ



premium cement