২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশ আজ জিতলেই সেমিফাইনালে

-

তিন দলের গ্রুপ। এতে সুবিধা এবং অসুবিধা দু’টিরই উপস্থিতি। প্রথম ম্যাচ জিতলেই সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়া। আর হেরে বসলে গভীর অনিশ্চয়তা। এমনই এক ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৮ পুরুষ সাফে ‘বি’ গ্রুপের এই ম্যাচ নেপালের রাজধানী কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সোয়া ৩টায়। এই ম্যাচে জিতলেই এক প্রকার সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে লাল সবুজদের। এদিকে গতকাল চ্যাম্পিয়ন নেপালের সাথে ১-১ এ ড্র করেছে মালদ্বীপ।
অনূর্ধ্ব-১৯ এবং পরে অনূর্ধ্ব-১৮ সাফে অবশ্য বাংলাদেশের সাথে এখনো দেখা হয়নি শ্রীলঙ্কার। এবারই তাদের সাথে প্রথম দেখা। গতবার বাংলাদেশ এই আসরের রানার্সআপ। আজ তারা জিতলে ২৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ হবে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী। বাংলাদেশ দলের কোচ আন্দ্রেস পিটার টার্নার জানান, আজ আমাদের লক্ষ্যই থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে জেতা। গত কয়েক সপ্তাহের ভালো প্রশিক্ষণ হয়েছে আমাদের। তবে এই ম্যাচে খেলা হচ্ছে না ডিফেন্ডার রাকিবুলের। হাঁটুতে চোট তার। তবে এই আসরে তার খেলা হবে এমনটা জানালেন ব্রিটিশ কোচ।


আরো সংবাদ



premium cement