২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দীর্ঘ মেয়াদে থাকতে চান বানসাল ভারতের সাথে কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে মহিলা দল

-

বাংলাদেশের খেলোয়াড়রা যখন ঈদের ছুটিতে তখন মওলানা ভাসানীতে দেখা গেল জাতীয় মহিলা হকি দলের সদস্যদের। নীল টার্ফে দু’টি দলে ভাগ হয়ে খেলছেন ২২ জন মহিলা খেলোয়াড়। বেঞ্চে অপেক্ষা করছেন গোটাতিনেক। অফিসিয়াল টেন্টের সামনে দাঁড়িয়ে সাদা টি-শার্ট এবং শর্টস পরিহিত একজন ভদ্রলোক চায়ের কাপ হাতে খুবই মনোযোগী হয়ে জহুরির দৃষ্টিতে পরখ করছেন। অপরিচিত এই ভদ্রলোককে দেখে বুঝতে বাকি রইল না ইনিই হচ্ছেন ৬০ বছর বয়সী (দেখতে এখনো ইয়াং) ভারতের হকি কোচ অজয় কুমার বানসাল, যার রয়েছে জুনিয়র, বয়সভিত্তিক, সিনিয়র, পুরুষ ও মহিলা বিভাগে কোচিং করানোর অভিজ্ঞতা। সর্বক্ষেত্রেই যিনি উজ্জ্বল। মিলেছে ভারতের দ্রোণাচার্য পুরস্কার।
বাংলাদেশে আসা হতো আরো চার বছর আগেই। কিছু বিশেষ কারণে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আসেননি। এবার বাহফের নতুন কমিটি হাল ছাড়েনি। তাকে এনেই ছেড়েছে। আজই তার সাথে মতবিনিময় হতে পারে। অজয় কুমার বানসাল ভারত তথা উপমহাদেশের অন্যতম অভিজ্ঞতম কোচ, যার সাথে বাংলাদেশের অনেক পুরনো সম্পর্ক। এবার তার মূল লক্ষ্য থাকবে সিঙ্গাপুরগামী মহিলা দলকে প্রস্তুত করা। পেশাগত কারণে আপাতত ১৫ দিনের জন্য তিনি ঢাকায় এলেও, বাহফে চেষ্টা করবে তাকে দীর্ঘ মেয়াদে রাখতে। বানসালেরও ইচ্ছে রয়েছে সময়, অর্থ, পরিবেশ অনুকূলে থাকলে দীর্ঘ মেয়াদে বাংলাদেশের কোচ হতে।
মিষ্টভাষী সদালাপী বানসাল জানালেন, ‘গত রাতেই (শুক্রবার রাতে) ঢাকায় এসেছি। এখনো অফিসিয়াল কোনো বৈঠক হয়নি। আশা করছি, বাহফের সাথে আলোচনা পজিটিভই হবে। যেকোনো ভালো কিছুর জন্য কাউকে না কাউকে কিছু ছাড় দিতে হবে। তাহলেই ভালো কিছু সম্ভব। আমি অল্প কয়েক দিনের জন্য এসেছি। দীর্ঘ মেয়াদে কাজ করতে হলে সব দিক বিবেচনায় রেখেই এগোতে হবে। সময়, অর্থ, পরিবেশ সব কিছু অনুকূলে থাকলেই সম্ভব। উভয় পক্ষের ছাড়েই ভালো কিছু হতে পারে। তবে এখনি এসব নিয়ে ভাবছি না। মাত্রই তো এলাম।’
মহিলা দলের অনুশীলন কেমন দেখলেন জানতে চাইলে ৬০ বছর বয়সী বানসাল বলেন, ‘আমি যা ভেবেছিলাম তারচেয়ে অনেক বেশি স্কিল তোমাদের মেয়েরা। এদেরকে কিছু শেখানো সহজ হবে। বোঝা যাচ্ছে তাদেরকে নিয়ে তোমরা অনেক কাজ করেছ। তারা কিছু ম্যাচ খেললেই আরো পাকা হয়ে উঠবে। ভয়ভীতি দূর হবে। যেটা একজন প্লেয়ারের জন্য খুবই জরুরি। অভিজ্ঞতা থেকে বলছি, যখন কোনো প্লেয়ার তার স্বাভাবিক খেলাটা খেলতে পারে না, তখন বুঝতে হবে তার মধ্যে ভীতি কাজ করছে। বেশি বেশি ম্যাচই পারে একজন খেলোয়াড়কে এই ধারা থেকে বের করতে।’
বানসালের একাডেমি থেকেই একটি মহিলা দল বাংলাদেশে আসছে ক’দিনের মধ্যেই। তাদের সাথেই পাঁচ-ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। এমন তথ্যই দিলেন বানসাল। ওই টিমের উপদেষ্টা তিনি। তার কথায়, ‘আমার এই টিমের সাথে খেললেই তোমাদের খেলোয়াড়দের অনেক পরিবর্তন আসবে। যেটি সাহায্য করবে সিঙ্গাপুরে হতে যাওয়া ওমেন্স জুনিয়র এএইচ কাপে।’
অজয় কুমার বানসাল বাংলাদেশে নতুন নন। এর আগে ২০০৩ সালে ভারত দল বিকেএসপিতে এসেছিল। সেখানে তারা সিরিজ হকি খেলেছিল। ভারতীয় ওই রাজ্য দলের কোচ ছিলেন তিনি। বিকেএসপির কোচ কাওসার আলীকে খুব ভালোভাবেই চেনেন তিনি। আরো চেনেন কোচ মামুন উর রশিদকে। জাতীয় দলের খেলোয়াড় অনেকেরই নাম মুখস্থ। কিভাবে চিনেন জানতে চাইলে তিনি বলেন, ‘একসময় নেহেরু কাপে তোমরা খেলতে যেতে সেটি আমিই অ্যারেঞ্জ করেছিলাম। প্রিমিয়ার ও প্রথম বিভাগের জন্য তোমাদের ক্লাবগুলোকে অনেক প্লেয়ার দিয়েছি। তা ছাড়া জিমি, পিন্টুদের মালয়েশিয়ায়ও খেলার ব্যাবস্থা করে দিয়েছিলাম। তোমাদের বাংলাদেশের সাথে আমার একটা গভীর সম্পর্ক রয়েছে। আশা করছি, এখানে কাজ করে অনেক আনন্দ পাবো এবং উপভোগ করব।’


আরো সংবাদ



premium cement
কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

সকল