২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নির্বাচকদের দিকে তাকিয়ে ফিট সাউদি

-

গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের ফাইনাল পর্যন্ত যাওয়ার নেপথ্য ছিল টেন্ট বোল্ট এবং টিম সাউদির বোলিং। এবার অবশ্য সাউদির সার্ভিস পাচ্ছে না কিউইরা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই কাফ মাসলের ইনজুরিতে পড়েন এই পেসার। সে ম্যাচে তার বদলে নতুন বলে বল করার দায়িত্ব পেয়ে সফল ম্যাট হেনরি। দুই ম্যাচে তার নেয়া উইকেটের সংখ্যা ৭। এখন ফিট হয়েছেন সাউদি। আশা করছেন আবার ব্ল্যাক ক্যাপস দলে ফিরবেন এই বিশ্বকাপেই। তাকিয়ে আছেন নির্বাচকদের দিকে। আগামীকাল নিউজিল্যান্ডের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে তাকে একাদশে স্থান পেতে লড়তে হবে ম্যাট হেনরির সাথে।
অবশ্য সাউদির অনুপস্থিতিতেই নিউজিল্যান্ড তিন ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করেছে ১৩৬, ২৪৪ এবং ১৭২ রানে।
এতে সক্রিয় ভূমিকা রেখেছেন হেনরি। তিন ম্যাচে কিউই বোলারদের ৩০ উইকেট শিকারের নেপথ্য তাই। এই অর্জনে সতীর্থদের প্রশংসাই করলেন সাউদি। জানান, ‘এটা খুবই চমৎকার যে আমরা তিন ম্যাচেই প্রতিপক্ষকে অল্প রানেই অলআউট করেছি। আশা করি আমাদের বোলাররা তাদের এই ধারা অব্যাহত রাখবেন।, ইনজুরি কাটিয়ে ফিট হওয়া সাউদি এখন বল করা শুরু করেছেন নেটে। জানান, আমি পুরোপুরি ফিট। আশা করি আমাকে ফের দলে ডাকবেন নির্বাচকেরা। সূত্র : ওটাগো ডেইলি টাইমস।


আরো সংবাদ



premium cement