২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে এএফসি কাপে

-

শেখ জামালের প্রতি কোনো বিদ্বেষ নয়। কাল সেমিফাইনালে তারা জিতলে এবং ফেডারেশনের কাপে তারা চ্যাম্পিয়ন হলে ক্ষতি হতো বাংলাদেশের ফুটবলেরই। তাদের ঘরে ট্রফি উঠত। কিন্তু এবারের এএফসি কাপে বাংলাদেশের কোনো ক্লাব খেলার সুযোগ পেত না। কারণ তাদের এএফসি কাপে খেলার লাইসেন্স নেই। ফলে কাল তাদের সেমিতে আবাহনীর কাছে হারের ফলে সেই টেনশন থেকে মুক্তি। ফেডারেশন কাপের ফাইনালে যাওয়া আবাহনীর যেমন এএফসি কাপের লাইসেন্স আছে তেমনি আজকের দুই সেমিফাইনালিস্টদেরও লাইসেন্স আছে। ফলে এবার এএফসি কাপে খেলার সুযোগ থাকছে বাংলাদেশের এক ক্লাবের। উল্লেখ্য, এএফসির শর্ত এএফসি কাপের লাইসেন্সধারী ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন দলই খেলতে পারবে এএফসি কাপে।


আরো সংবাদ



premium cement