২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জয়ে প্রত্যাবর্তন মাদ্রিদের দুই জায়ান্টের

-

জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ। এক ম্যাচের ড্রতেই সীমাবদ্ধ রইল লা লিগার নতুন মওসুমের সূচনায় দলটির ছন্দপতনের দুঃস্বপ্ন। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হিসেবে মহাদেশীয় টুর্নামেন্টের উদ্বোধনীতে দারুণ শুরুতে উজ্জীবিত রিয়াল মাদ্রিদ স্পেনের শ্রেষ্ঠত্বের লড়াইয়েও ঘুরে দাঁড়াল। শনিবার সান্তিয়াগো বার্নাবুতে নতুন মওসুমের লা লিগার টানা তিন জয়ের উৎসবে মাতোয়ারা হলেন দলটির ফুটবলাররা বিলবাও সফরে ড্র ধাক্কা সামলে নিয়ে। মাদ্রিদ সফরে হার এড়াতে না পারলেও লড়াকু নৈপুণ্য প্রদর্শনে সবার বাহবা পেল এসপানিওল।
কাতালুনিয়ার ছোটো দল হিসেবে সুপরিচিত এসপানিওলের বিপক্ষে ১-০ গোলের ঘাম ঝরানো জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তারকা সমৃদ্ধ রিয়াল মাদ্রিদকে। একই দিনে অন্যখেলায় মাদ্রিদের আরেকটি প্রতিনিধি অ্যাথলেটিকোও ফিরেছে জয়ের ধারায়। লা লিগার প্রথম চার ম্যাচের মাত্র একটিতে জয়ী দিয়েগো সিমিওনির দল ২-০ গোলে গেটাফেকে হারিয়ে দেয়। ১৪ মিনিটে স্বাগতিক ডিফেন্ডার সোরিয়ার আত্মঘাতী গোল খেলায় এগিয়ে দেয় সফরকারী মাদ্রিদের জায়ান্টদের। দ্বিতীয়ার্ধের সূচনায় টমাস লামেরের লা লিগা ক্যারিয়ারে প্রথম গোলে জয় নিশ্চিতহয় অ্যাথলেটিকোর। গেটাফে সফরে স্পেনের ঘরোয়া ফুটবলের নতুন মওসুমের দ্বিতীয় সাফল্যে মাদ্রিদের কাবটি পয়েন্ট টেবিলের ৫-এ উঠে এসেছে।
গত ফেব্রুয়ারিতে লা লিগার ফিকশ্চারে এসপানিওল সফরে পরাজয়ের দুঃস্বপ্ন চরম সমালোচনার মুখে দাঁড় করিয়ে দেয় রিয়াল মাদ্রিদকে। অপ্রত্যাশিত ওই হার তাদের শিরোপা রেস থেকেও চূড়ান্ত বিদায় নিশ্চিত করে দেয়। সর্বশেষ লড়াইয়ে পজেটিভ ফলাফলে উজ্জীবিত এসপানিওলের ফুটবলার বার্নাবু সফরেও লড়াকু নৈপুণ্য উপহার দেন। টানটান উত্তেজনায় ঠাসা খেলায় স্বাগতিকদের মুখ রক্ষায় এগিয়ে আসেন সাবেক এসপানিওল তারকা মার্কো আসেনসিয়ো। বিরতির ৪ মিনিট আগে তার গোলেই লিড নেয় রিয়াল মাদ্রিদ। লুকা মডরিচের চমৎকার পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ইতি ঘটান লা লিগায় দীর্ঘ আট মাসের গোল খরার। বিরতির পর ব্যবধান বৃদ্ধির সর্বাত্মক চেষ্টার সুফল দেখা দেয়নি রিয়াল শিবিরে। শেষ পর্যন্ত ন্যূনতম ব্যবধানের জয়ের স্বাগতিকদের তুষ্ট থাকতে হয়েছে। অন্য দিকে ‘ঘরের শত্রু বিভীষণ’ আসেনসিয়োর একমাত্র গোলে পরাজয়ের যন্ত্রণা সাথে করে কাতালুনিয়ায় ফিরেছে এসপানিওল।
বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ড্রতে লা লিগার শিরোপা রেসে নেতৃত্ব এককভাবে দখলে নেয় বার্সেলোনা। তবে পঞ্চম রাউন্ডের খেলার এসপানিওলের মোকাবেলায় ঘাম ঝরানো জয়ে সাময়িক সময়ের জন্য হলেও শীর্ষস্থান দখলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দলটির সংগ্রহ ১৩ পয়েন্ট। রিয়ালের চেয়ে এক খেলায় কম অংশ নিয়ে ১২ পয়েন্ট অর্জন বার্সেলোনার।

 


আরো সংবাদ



premium cement