২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বকাপের আয় দান করলেন এমবাপ্পে

-

রাশান বিশ্বকাপের অন্যতম শ্রেষ্ঠ বিস্ময় কাইলিয়ান এমবাপ্পে। বয়স কোনো বাধা হতে পারেনি তার ফুটবলের সর্বোচ্চ আসরের বাজিমাতে। ফাইনালেও গোল করেছেন। নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তি পেলের কাতারে। ফুটবলার হিসেবে সবাইকে বিস্মিত করার রেশ না কাটতেই অসহায়ের পাশে দাঁড়ানোয় ‘মানবিক’ চরিত্রে উদ্ভাসিত এমবাপ্পে গণমাধ্যমের শিরোনামে।
ফ্রান্সের জার্সিতে বিশ্বজয়ের প্রক্রিয়ায় পারিশ্রমিক হিসেবে অর্জিত এমবাপ্পের তিন লাখ ৮৪ হাজার পাউন্ড অনুদান হিসেবে যোগ হচ্ছে প্রতিবন্ধী ও অসুস্থ শিশুদের নিয়ে কাজ করা ক্রীড়াভিত্তিক চ্যারিটি সংস্থার বাজেটে। রাশান বিশ্বকাপে ম্যাচপ্রতি ১৭ হাজার পাউন্ড আয় করেছেন ফ্রান্সের উদীয়মান প্লে-মেকার। আয়ের সব অর্থই তিনি অনুদান হিসেবে দিচ্ছেন ‘প্রিমিয়ার দ্য কর্ডে’ চ্যারিটি সংস্থাকে।
এমবাপ্পের চ্যারিটি অনুদানের বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের অন্যতম জাতীয় দৈনিক দ্য প্যারিসিয়েন। মূলত শিশু প্রতিবন্ধী ও হাসপাতালে ভর্তি অসুস্থ শিশুদের নিয়ে কাজ করে থাকে প্রিমিয়ার দ্য কর্ডে। সংস্থাটির সাথে এমবাপ্পের পুরনো সম্পর্ক রয়েছে। অতীতে সুযোগ পেলেই তিনি হাজির হতেন চ্যারিটি সংস্থাটির অধীনে চিকিৎসাধীন শিশুদের পাশে।
প্রিমিয়ার দ্য কর্ডের জেনারেল ম্যানেজার সেবাস্তিয়ান রুফিন বলেন, ‘কাইলিয়ান, একজন মহান মানুষ। সময় পেলেই তিনি আমাদের কাছে হাজির হন উচ্ছ্বসিত মুখাবয়বে। শিশুদের সাথে তার দারুণ সম্পর্ক রয়েছে। এমবাপ্পের উপস্থিতি অসুস্থ শিশুদের আত্মবিশ্বাসী করে তোলে। কখনো কখনো আমার মনে হয়েছে শিশুদের সাথে দারুণ সময় কাঠে এমবাপ্পের। তিনি নিজে অত্যন্ত আনন্দিত বোধ করেন।’ ইতিহাসের তৃতীয় টিনেজার হিসেবে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে অংশগ্রহণের কৃতিত্ব দখলে নিয়েছেন এমবাপ্পে। গোলও করেছেন কিংবদন্তি পেলের পর ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে। ১৭ বছর বয়সী পেলে প্রথম টিনেজার ফুটবলার হিসেবে গোল করার গৌরব অর্জন করেন ১৯৫৮ সালের বিশ্বকাপের ফাইনালে।
ফিফার ২১তম বিশ্বকাপের নকআউটের প্রতিটি ম্যাচেই বিস্ময়কর নৈপুণ্য প্রদর্শন করেন এমবাপ্পে। আর্জেন্টিনার বিপক্ষে তার জোড়া গোল জায়গা পেয়েছে বিশ্বকাপের অন্যতম শ্রেষ্ঠ নৈপুণ্যের কাতারে। ম্যাচে ফরাসিদের প্রথম পেনাল্টিও তিনি আদায় করেন। ৪ গোলে টুর্নামেন্ট শেষ করায় রাশান মেগা আসরের শ্রেষ্ঠ তরুণ ফুটবলারের ট্রফিও জিতেছেন এমবাপ্পে।


আরো সংবাদ



premium cement