০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

বিএসএফ - ফাইল ছবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম খলিলুর রহমান (৩০)। মঙ্গলবার ভোরে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। এদিকে বিএসএফের গুলিতে নিহত খলিল মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে বিজিবি।

জানা গেছে, নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্তের ৪৯১নং মূল পিলারের ভেতরে প্রবেশ করে ‘ফেনসিডিল নিয়ে’ আসার সময় খলিলকে গুলি করে বিএসএফের ভুজারীপাড়া ক্যাম্পের সদস্যরা। গুলিতে ঘটনাস্থলেই খলিল নিহত হয়। পরে বিএসএফ নিহতের লাশ নিয়ে যায়।

নিহত খলিল ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই গ্রামের শমসের আলীর ছেলে।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৫১ সেক্টরের দায়িত্বে থাকা বালাপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক ইসলাম দাবি করেন, নিহত খলিল ফেনসিডিল ব্যবসায়ী ছিল। নিহতের লাশ ফেরত চেয়ে ভুজারীপাড়া বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে। দুপুরের পর উভয়দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিএসএফ লাশ হস্তান্তর করবে বলে জানিয়েছে।


আরো সংবাদ



premium cement