০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ওয়াজ মাহফিল বন্ধে মুফাসসির পরিষদের সংবাদ সম্মেলন

ওয়াজ মাহফিল বন্ধে মুফাসসির পরিষদের সংবাদ সম্মেলন - সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ওয়াজ মাহফিল বন্ধের প্রতিবাদে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলন করেছে দেশ বরেণ্য মুফাসসিরদের সংগঠন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ।

পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের যুগ্ম মহাসচিব- মাওলানা রুহুল আমীন, সহকারী মহাসচিব- মুহাদ্দিস মাহমুদুল হাসান, মাওলানা নাসির উদ্দীন হেলালী, সাংগঠনিক সম্পাদক শায়েখ জামাল উদ্দীন, প্রচার সম্পাদক শেখ আবুল কালাম আজাদ আযহারী, মিডিয়া বিষয়ক সেক্রেটারী মাওলানা সাদিকুর রহমান আযহারী, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মুফতি মোহাম্মদ যাকারিয়া, মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ অন্যান্য ওলামায়ে কেরাম।

কেন্দ্রীয় সভাপতি বলেন, দেশের লক্ষ লক্ষ মসজিদ, হাজার হাজার মাদরাসা ও ইয়াতিমখানা সহ আর্থ সামাজিক উন্নয়নে সাধারণ জনগণের রয়েছে সীমাহীন ত্যাগ ও কুরবানী যার পেছনে প্রত্যক্ষ ভূমিকা পালন করছে ওয়াজ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠান। এমনকি বর্তমান প্রেক্ষাপটে সামাজিক কুসংস্কার দূরীকরণ, ধর্মীয় উগ্রতা, জঙ্গীবাদ, মাদক নির্মূল, যৌতুকপ্রথা ও নারী নির্যাতন বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে। কাজেই নির্বাচন কমিশনের নিকট অচিরেই ওয়াজ মাহফিল বন্ধের গণবিজ্ঞপ্তি প্রত্যাহারের জোর দাবি জানান মুফাসসিররা।

এছাড়া দাবি না মানলে সম্মেলনে আগামী শুক্রবার বাদ জুমা দেশজুড়ে ওয়াজ মাহফিল বন্ধের প্রতিবাদে মানববন্ধন, আলোচনা সভা ও জেলায় জেলায় স্মারক লিপি পেশসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।


আরো সংবাদ



premium cement