০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


কানাডীয় নাগরিক আটকের কথা স্বীকার চীনের

-

মাদক সংশ্লিষ্ট মামলায় কানাডার এক নাগরিককে আটক করেছে চীনের পুলিশ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে। এর আগে বিস্তারিত পরিচয় প্রকাশ ছাড়াই চীনের ইয়ানতাই শহরে এক নাগরিক আটক হওয়ার কথা জানায় কানাডা। দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে এই আটকের ঘটনা ঘটল।
গত বছরের ডিসেম্বরে কানাডার ভ্যানকুভার শহর থেকে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়াংজুকে আটক করা হলে দুই দেশের সম্পর্কে অবনতি শুরু হয়। যুক্তরাষ্ট্রের জারি করা এক গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটকের কথা জানায় কানাডা। বেইজিং তাকে প্রত্যর্পণ্যের দাবি করে। পরে রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির অভিযোগ এনে কানাডার দুই নাগরিককে আটক করে চীন। গত শুক্রবার (১২ জুলাই) কানাডা সরকারের পক্ষ থেকে জানানো হয়, চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের ইয়ানতাই শহর থেকে এক নাগরিককে আটক করেছে চীন। তবে ওই আটকের বিষয় বিস্তারিত কিছু জানায়নি দেশটি।


আরো সংবাদ



premium cement