১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বেতন-ভাতার দাবিতে দিনকালের সাংবাদিকদের মানববন্ধন

বেতন-ভাতার দাবিতে দিনকালের সাংবাদিকদের মানববন্ধন - সংগৃহীত

বকেয়া বেতন-ভাতার দাবিতে দৈনিক দিনকালের সাংবাদিক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে আগামী ১১ মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ দৈনিক দিনকাল কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সাংবাদিক-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়।

দিনকাল কার্যালয়ের সামনের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

দৈনিক দিনকাল সাংবাদিক-শ্রমিক-কর্মচারী সমন্বয় কমিটির আহ্বায়ক আবুল হোসেন খান মোহনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন দৈনিক দিনকালের সিটি এডিটর আলী মামুদ, সহকারী সম্পাদক জহির চৌধুরী, সিনিয়র সহ-সম্পাদক আব্দুস সেলিম, ডিইউজে দিনকাল ইউনিটের ডেপুটি ইউনিট চিফ বাবুল খন্দকার, দৈনিক দিনকাল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দিনকাল কর্তৃপক্ষ ঈদের আগে সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিলেও গত তিন সপ্তাহেও কোনো উদ্যোগ নেয়া হয়নি।

উল্লেখ্য, দৈনিক দিনকালের সাংবাদিক-কর্মচারীদের গত এক বছর ধরে বেতন-ভাতা দেয়া হচ্ছে না। এছাড়া করোনাকালিন চার মাসের বেতন ও উৎসব ভাতা বকেয়া রয়েছে। সরকার ২০২২ সালের ২৬ ডিসেম্বর দিনকালের ডিক্লেয়ারেশন বাতিল করে। এরপর প্রেস কাউন্সিলে আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পত্রিকাটি চালু ছিল।

প্রেস কাউন্সিলের রায়ে সরকারের আদেশ বহাল রেখে পত্রিকাটি নিয়মমাফিক প্রকাশের নির্দেশনা দেয়া হয় এবং কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা চালিয়ে যেতে বলা হয়। কিন্তু দিনকাল কর্তৃপক্ষ দীর্ঘ এক বছর ধরে সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা দিচ্ছে না। আবার পাওনাও পরিশোধ করছে না।

বর্তমান দুমূল্যের বাজারে সাংবাদিক-কর্মচারীদের পরিবারগুলো মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে। দিনকাল সাংবাদিক কর্মচারীদের দেশে চলমান নবম ওয়েজবোর্ডের তুলনায় সামান্য বেতন দেয়া হয়। বিগত ২৭-২৮ বছরে জীবনযাত্রার ব্যয় কমবেশি ১৫ গুণ বাড়লেও এই সময়ের মধ্যে দৈনিক দিনকালের বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আনা হয়নি।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশকে বিকৃতভাবে উপস্থাপন! স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল

সকল