২২ মে ২০২৪, ০৮ জৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলকদ ১৪৪৫
`


বিক্ষোভকারী শিক্ষার্থীরা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত

ইসরাইলবিরোধী বিক্ষোভ
কর্তৃপক্ষের আলটিমেটাম উপেক্ষা করে কলম্বিয়া বিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ : ইন্টারনেট -

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফিলিস্তিন-পন্থী বিক্ষোভকারীদের সাময়িকভাবে বরখাস্ত করেছে। বেঁধে দেয়া সময়ের মধ্যে বিক্ষোভরত শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে সরে না যাওয়ায়, সোমবার তাদেরকে বরখাস্ত করা হয়। গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে দুই সপ্তাহ আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়। পরে তা পুরো যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু বানিয়ে চলে বিক্ষোভ।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁবু সরিয়ে নিতে ও বিক্ষোভ বন্ধ করতে সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। নির্দেশ না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষের বেঁধে দেয়া সময়সীমা উপেক্ষা করে বেশ কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এরপর তাদেরকে বরখাস্ত করা হয়। অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাসের ক্যাম্পাসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু নির্দেশনা না মানায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।


আরো সংবাদ



premium cement