০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


এডিস মশার লার্ভা থাকায় ১০ প্রতিষ্ঠান ও বাড়ির মালিককে জরিমানা

এডিস মশার উৎপত্তি ; রাজধানীর সিদ্ধেশ্বরীতে ঢাকনাবিহীন ম্যানহোল। মৌচাক মার্কেটের পেছনে সড়কে জমে থাকা পানি। ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময়ও এদিকে নজর দেয়ার যেন কেউ নেই :নয়া দিগন্ত -

এডিস মশার লার্ভা থাকায় পারটেক্স গ্রুপ, রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ইস্টার্ন ভিউ এবং এস ফার্ম লিমিটেডসহ ১০ ভবন মালিক ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের পৃথক অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
ডিএনসিসি : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলামের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে গতকাল দুপুরে মহাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মহাখালী ওয়্যারলেস গেটে পারটেক্স গ্রুপের প্রধান কার্যালয়ের পেছনে একটি বড় গরুর খামারে অপরিচ্ছন্ন, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ পরিলক্ষিত হয়। সেখানে বেশ কিছু পরিত্যক্ত টায়ার, কন্টেইনার, বোতল, মোটরসাইকেলসহ বিভিন্ন পাত্রের ভেতরে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া যায়। দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান এবং ব্যাপক প্রচারণার পরেও এডিস মশার লার্ভা ও এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী পারটেক্স গ্রুপকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে পরিত্যক্ত মালামাল, আবর্জনা ও টায়ার দ্রুত অপসারণের জন্য তাদের সতর্ক করা হয়। পারটেক্স গ্রুপের গেটের বাইরে থাকা স্থানীয় এক বাসিন্দা জানান, গত রোববার এখানে সিটি করপোরেশনের মশক নিধন কর্মী মশার কীটনাশক প্রয়োগ করতে গেলেও তাদের ঢুকতে দেয়নি পারটেক্স গ্রুপ।
ডিএসসিসি : রাজধানীর নয়াপল্টন, সেগুনবাগিচা, তোপখানা, ধানমন্ডি ও যাত্রাবাড়ী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় এডিস মশার লার্ভা পাওয়ায় ৯ ভবন মালিককে অর্থদণ্ড করা হয়। অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হোসেন নয়াপল্টন ইস্টার্ন ভিউকে ৭৫ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ধানমন্ডি ৮/এ (নতুন) সড়কের ৩১৭, ৩১৭/১ এবং ৩১৭/২ হোল্ডিংয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় এস ফার্ম লিমিটেডের নির্মাণাধীন ভবনকে ৫০ হাজার টাকা এবং ২৪/এ/বি তোপখানা রোডের ভবন মালিককে ৫০ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলী ১৭/১ লালবাগ, জগন্নাথ সাহা ভবন মালিককে ১০ হাজার টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ উল্লাহ, আতিকউল্লাহ এবং সোনিয়া হোসেন যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বাড়িতে মশার লার্ভা পাওয়ায় বাড়ির মালিকদের মোট ৪৩ হাজার টাকাসহ সর্বমোট দুই লাখ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করে।
ঢামেকে পরিচ্ছন্নতা অভিযান আজ : বিশ্ব মশক দিবস উপলক্ষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি প্রাঙ্গণসহ পুরো হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা এবং এডিস মশার লার্ভা নিধনে অভিযান পরিচালনা করা হবে। কর্মসূচিতে নেতৃত্ব দেবেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

 


আরো সংবাদ



premium cement
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট লিডার তৌহিদুজ্জামান নিপু ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে শিশু অপহরণের একমাস পর উদ্ধার, এক দম্পতি গ্রেফতার আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে সমর্থন দেবে তুরস্ক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম লক্ষ্য সিরিজ জয় : শান্ত পেকুয়ায় বজ্রপাতে ২ লবণশ্রমিকের মৃত্যু গাজীপুরে নিখোঁজ পোশাকশ্রমিকের লাশ উদ্ধার চলচ্চিত্রে সমস্যা ও উত্তরণে গোলটেবিল বৈঠক হ্যাটট্রিক হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের নয়া দিগন্তে সংবাদ প্রকাশে বন্ধ হলো সেই বিলের মাটি কাটা বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বৃত্তি বাড়াতে আগ্রহী রাশিয়া

সকল