১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বৃত্তি বাড়াতে আগ্রহী রাশিয়া

বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বৃত্তি বাড়াতে আগ্রহী রাশিয়া - ছবি : ইউএনবি

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষায় বৃত্তির সংখ্যা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (২ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের অ্যাম্বাসেডর আলেকজ্যান্ডার ম্যানটিসকি।

এই দ্বিপক্ষীয় বৈঠকে রাশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে অর্জিত ডিগ্রির সমতা বিধানের জটিলতা দূর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন রাশিয়ার অ্যাম্বাসেডর।

এছাড়াও নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং শিক্ষায় সহযোগিতা ও মেডিক্যাল সাইন্সের ডিগ্রির ক্ষেত্রে সুযোগ বাড়াতে দেশটি আগ্রহী বলে জানান তিনি।

এ সময় আরো ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার এবং রাশিয়ান ফেডারেশনের থার্ড সেক্রেটারি অলেগ কজিন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement