২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াৎ খান হত্যার পরিকল্পনাকারী ২ জন গ্রেফতার

-

চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা খিজির হায়াৎ খানকে হত্যার পরিকল্পনাকারী দু’জনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গত সোমবার রাজধানীর বনানীর ২৫ নম্বর রোডের ৫১ নম্বরে নির্মাণাধীন ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে। গতকাল তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে।
গ্রেফতারকৃতরা হলোÑ এমদাদুল ইসলাম ওরফে মেহেদী হাসান। যার সাংগঠনিক নাম সবুজ ওরফে আবু সালমান ওরফে হুজাইফা (৩০)। অপরজন আবু বকর। যার সংগঠনিক নাম ফাহিম আব্দুল্লাহ (২০)। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সামরিক শাখার সদস্য বলে পুলিশ জানিয়েছে।
সিটিটিসির ডিসি মহিবুল ইসলাম খান বলেন, খিজির হায়াৎ খান জঙ্গিবিরোধী একটি চলচ্চিত্র তৈরি করেছেন। এ জন্য তাকে হত্যার পরিকল্পনা করে জঙ্গিরা। কিন্তু হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগেই প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্তের পর গ্রেফতার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। দু’জনকে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে আনা হয়েছে। তাদের অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।
সিটিটিসি সূত্র জানায়, সম্প্রতি খিজির হায়াৎ খান মি. বাংলাদেশ নামক একটি চলচ্চিত্র তৈরি করেছেন। এতে জঙ্গিবাদবিরোধী বার্তা প্রচার করা হয়েছে। এ জন্য খিজির হায়াতকে হত্যার জন্য টার্গেট করে জঙ্গিরা। জঙ্গিদের টেলিগ্রাম অ্যাপসে এসো কাফেলাবদ্ধ হই নামে একটি গ্রুপে খিজির হায়াতকে হত্যার পরিকল্পনার তথ্য পরস্পরের মধ্যে আদান-প্রদান করত। আবু বকরের ওপর দায়িত্ব ছিল খিজির হায়াতকে অনুসরণ করে তার চলাফেরা এবং ঠিকানা সংগ্রহ করা। এ জন্য আবু বকর কুমিল্লায় খিজির হায়াতের গ্রামের বাড়ি রেকি করে ও ছবি তোলে।  

 


আরো সংবাদ



premium cement
বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ কী হবে হামাসের প্রতিক্রিয়া উইলিয়ামসনের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির ব্যাংক একীভূত করার প্রক্রিয়া কি হোঁচট খেল?

সকল