১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


রাজপথে মৃত্যুর হানা

তিন মোটরসাইকেল চালকসহ নিহত ৫

-

কুষ্টিয়ায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও ময়মনসিংহে ট্রাকচাপায় আরেক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ছাড়া কুমিল্লায় এক নারী ও চট্টগ্রামে এক বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় পোলট্রি খাদ্য বহনকারী ট্রাকের নিচে চাপা পড়ে সাগর আলী (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় ভালুকা-দেবরাজ সড়কে উপজেলার আউলিয়াচালা এলাকার আলী আকবরের বাড়ির উত্তর পাশে। নিহত সাগর উপজেলার আঙ্গারগাড়া বাজারে অবস্থিত আস্থা কোম্পানির পোলট্রি খাদ্য ব্যবসায়ী জাহিদুল ইসলামের মালিকানাধীন ট্রাক দিয়ে বিভিন্ন বাজারে সরবরাহকারী মালামাল উঠানামার কাজ করতেন।
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার কুমারখালীতে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে চাপড়া ইউনিয়নের সাঁওতা ব্রিজসংলগ্ন এলাকায় জিকে ক্যানেল সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব (৪২) কুষ্টিয়া সদর উপজেলার বারাদি উত্তরপাড়া এলাকার মৃত মুক্তারের ছেলে ও সবুজ (২১) একই উপজেলার পূর্ব মিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাস-সিএনজিচালিত আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নারী নিহত ও সিএনজির চালকসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের নেয়ামতপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুন্নাহার (৩৫) রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের মাহতিকান্দা গ্রামের বদরুল মিয়ার স্ত্রী। আহতরা হলেন- কামাল্লা গ্রামের নজরুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার, একই গ্রামের তারু মিয়ার ছেলে দুলাল। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে মুরাদনগর থানার ওসি প্রভাস চন্দ্র ধর বলেন, ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে থানায় আনা হয়েছে।

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম আকতার বানু (৭০)। ঘটনাটি ঘটেছে উপজেলা সদর ইছাখালী এলাকায়। কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া পৌরসভা সদর ইছাখালীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট এলাকায় গত শনিবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা বৃদ্ধাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে তার মৃত্যু হয়। নিহত বানুর বাড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নোয়াগাও গ্রামে।
পোরশা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর পোরশায় পিক আপ দুর্ঘটনায় সালাউদ্দিন (৪২) নামে চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে সরাইগাছি মোড় অল মদিনা ক্লিনিকে ভর্তি করেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করেন।


আরো সংবাদ



premium cement