০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ইবি ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ সম্পাদকসহ আহত ২০

-

ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কর্মীদের দ্বারা অবাঞ্ছিত শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন। এ সময় বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা তাদের বাধা দিলে প্রধান ফটকের সামনে এ সংঘর্ষ বাধে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ক্যাম্পাসে ঢুকতে পারেন এমন সংবাদে সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেন বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা। পরে দুপুরে লাঠিসোটা নিয়ে বহিরাগতসহ প্রায় ২০ জন কর্মী নিয়ে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন সভাপতি-সম্পাদক। এ সময় পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা তাদের বাধা দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে পদবঞ্চিত গ্রুপের হামলায় ছত্রভঙ্গ হয়ে ক্যাম্পাস ছেড়ে পালায় সভাপতি-সম্পাদকদের নেতাকর্মীরা।
এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় উভয় গ্রুপের কর্মীরা। সংঘর্ষে শাখা ছাত্রলীগ সম্পাদকসহ দুই গ্রুপের অন্তত ২০ জন গুরুতর আহত হয়। এ সময় সাধারণ সম্পাদক রাকিবকে বেধড়ক পেটায় বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা। পরে আহতদের বিশ^বিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিক্যালে পাঠানো হয়। পরে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ও বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে রাখে বিদ্রোহীরা।
ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের দাবি জানায় তারা।

 


আরো সংবাদ



premium cement