০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


২২ বছর পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি

-

সিরাজগঞ্জের শাহজাদপুরে ধর্ষণের পর হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিদ্দিকুর রহমানকে (৫৫) ২২ বছর পর পুলিশ শনিবার ভোরে গ্রেফতার করেছে। সিদ্দিকুর রহমান উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের মৃত আরজান আলীর ছেলে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, গার্মেন্টকর্মী সাথী খাতুনকে (১৬) ধর্ষণের পর হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিদ্দিকুর রহমানকে শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনা জেলার ফরিদপুর থানার ডেমরা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রাজমিস্ত্রী সিদ্দিকুর রহমান শাহজাদপুর পৌর সদরের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার সাথী খাতুনকে বেশি বেতনে গার্মেন্টে চাকরি দেয়ার লোভ দেখিয়ে ১৯৯৫ সালের ৩০ অক্টোবর ঢাকায় নিয়ে যায়। এরপর এক বছর অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে অসংখ্যবার ধর্ষণ করে। এতে বাধা দিলে ১৯৯৬ সালের ২৪ নভেম্বর তাকে ধর্ষণের পর শ^াসরোধে হত্যা করে সিদ্দিকুর রহমান। এ ঘটনায় সাথীর মা জবেদা খাতুন বাদি হয়ে ১৯৯৭ সালের ৬ মার্চ সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামি সিদ্দিকুর রহমান পলাতক ছিল। তার অনুপস্থিতিতেই ১৯৯৭ সালের ২৬ মার্চ শাহজাদপুর থানা পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। এরপর এ মামলার ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২০১২ সালের ২৬ জানুয়ারি সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের তৎকালীন বিচারক আকবর হোসেন মৃধা এ রায় প্রদান করেন।
ওসি আতাউর রহমান আরো জানান, এ হত্যাকাণ্ডের পর থেকেই আসামি সিদ্দিকুর রহমান পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ফরিদপুর থানার ডেমরা গ্রাম থেকে চাঞ্চল্যকর এ হত্যা মামলার আসামি সিদ্দিকুরকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, পুলিশ দীর্ঘ দিন ধরে তাকে খুঁজছিল। কিন্তু বারবার তার অবস্থান পরিবর্তন করায় তাকে এতদিন গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে শনিবার ভোরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

 


আরো সংবাদ



premium cement
সোনারগাঁওয়ে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আহত ৬ বিপদে জিম্বাবুয়ে, ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ আগামী সপ্তাহে পাকিস্তান সফর করতে পারেন সৌদি ক্রাউন প্রিন্স ডেঙ্গুতে মাকে হারিয়েছি, আর কারো মা যেন না হারায় সে জন্য কাজ করবো : স্বাস্থ্যমন্ত্রী কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : খাদ্যমন্ত্রী চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা হাইকোর্টে বহাল প্যারিস জয় করে কি ফাইনালে যেতে পারবে ডর্টমুন্ড ভারতে তৃতীয় দফার ভোট : পশ্চিমবঙ্গে সহিংসতা, বোমা, মারধর দক্ষিণ আফ্রিকায় ভবন ধসে নিহত ৪ বিদেশীদের জন্য ৩০ দিনের একক প্রবেশ ভিসার বর্তমান ফি বহাল রাখবে শ্রীলঙ্কা দ্বিতীয় দফায় বাড়ল হজ ভিসা আবেদনের সময়

সকল