০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ইবনে সিনা বগুড়ার গেট-টুগেদার

-

ইবনে সিনা ডায়াগনোস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, বগুড়ার উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ কিনিক-ডায়াগনোস্টিক মালিকদের গেট-টুগেদার অনুষ্ঠিত হয়। ইবনে সিনা ট্রাস্টের জিএম ও হেড অব মার্কেটিং এ এন এম তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া জেলা ডায়াগনোস্টিক অ্যান্ড কিনিক মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: মোস্তফা আলম নান্নু। ইবনে সিনা বগুড়া শাখার ইউনিট ইনচার্জ মো: ফরহাদ হোসেনের পরিচালনায় সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বগুড়া জেলা ডায়াগনোস্টিক অ্যান্ড কিনিক মালিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো: জিএম সাকলাইন বিটুল। প্রধান অতিথির বক্তব্যে ডা: মোস্তফা আলম নান্নু এ ধরনের প্রোগ্রাম আয়োজনের জন্য ইবনে সিনাকে ধন্যবাদ দেন এবং রোগীদের আধুনিক ও উন্নততর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকল ডায়াগনোস্টিক-কিনিক মালিকদের অধিকতর আন্তরিক হওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে এ এন এম তাজুল ইসলাম উত্তরবঙ্গের রাজধানীখ্যাত বগুড়াকে হেলথ সিটিতে রূপান্তরে সহযোগিতার জন্য বিএমএসহ সবাইকে এগিয়ে আসার অনুরোধ করে বলেন, এ ব্যাপারে ইবনে সিনার পক্ষ থেকে সব ধরনের প্রয়াস অব্যাহত থাকবে ইনশা আল্লাহ্। অনুষ্ঠানে বগুড়া জেলার গুরুত্বপূর্ণ শতাধিক হাসপাতাল-কিনিকের মালিক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব এইচ আর মো: মোস্তাফিজুর রহমান, বগুড়া জোন মার্কেটিং ইনচার্জ জি এ রায়হান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হানিফ উদ্দিন আহমদ, সিনিয়র অফিসার করপোরেট মার্কেটিং আলি আহম্মেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement