০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


গনির ফেসবুক পেইজে তালেবানের প্রতি সমর্থন দেয়ার আহ্বান

আশরাফ গনি - ছবি : সংগৃহীত

সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির ফেসবুক পেইজে তালেবানের প্রতি সমর্থন দেয়ার আহবান-সংবলিত একটি বক্তব্য দেখা যাচ্ছে।

সোমবার বিকেলে আশরাফ গনির ফেসবুক পেইজে দেয়া ওই বার্তায় দেশের ওপর গনি সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকার প্রেক্ষাপটে আফগানিস্তানের বর্তমান সরকারের সাথে মতবিনিময় করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

বার্তায় বলা হয়, আফগানিস্তানকে সমৃদ্ধ করার জন্য দেশটির বর্তমান শাসকদের প্রয়োজন বন্ধুত্বের হাত।

তবে প্রেসিডেন্টের পক্ষ থেকে দাবি করা হয় যে তার ফেসবুক পেইজটি হ্যাক হয়েছে। পোস্টটি আপলোড করার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে গনির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট করা হয় : ড. মোহাম্মদ আশরাফ গনির অফিসিয়াল ফেসবুক পেইজটি হ্যাক হয়েছে। এটি পুনরুদ্ধার না করা পর্যন্ত এই ফেসবুক পেইজে প্রকাশিত সবকিছু হবে অবৈধ।

যুক্তরাষ্ট্র-সমর্থিত সাবেক আফগান সরকারের প্রধান গনি ১৫ আগস্ট তালেবানের কাবুল দখল করার পর দেশ থেকে পালিয়ে যান।
তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে খবরে প্রকাশ। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ২৯ আগস্ট জানায়, তিনি মানবিক কারণে দেশটিতে আশ্রয় প্রার্থনা করেছেন।

সূত্র : আল আরাবিয়া


আরো সংবাদ



premium cement