১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


খালিস্তানিদের পাশে থাকার বার্তা ট্রুডোর, উদ্বেগ ভারতের

খালিস্তানিদের পাশে থাকার বার্তা ট্রুডোর, উদ্বেগ ভারতের - সংগৃহীত

কানাডার টরন্টোতে শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে জাস্টিন ট্রুডোর বক্তৃতার সময়ে উঠেছিল খালিস্তানপন্থী স্লোগান। ওই সময় আবার ‘পাশে থাকার’ বার্তা দিয়েছিলেন ট্রুডো। এই পরিস্থিতিতে ভারতের দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে তলব করা হলো কানাডার ডেপুটি হাই কমিশনারকে।

সোমবার ভারতে নিযুক্ত কানাডার ডেপুটি হাই কমিশনারকে তলব করা হয়।

ট্রুডোর বক্তৃতার সময় খালিস্তানপন্থী স্লোগান নিয়ে উদ্বেগ প্রকাশ করতেই কানাডার কূটনীতিককে ডেকে পাঠানো হয়েছিল। ভারত জানিয়ে দেয়, এ ধরনের ঘটনায় ভারত-কানাডা সম্পর্কে চিড় ধরছে।

পরে বিবৃতি দিয়ে ভারত বলে, ‘বারবার উদ্বেগ প্রকাশ সত্ত্বে এ ধরনের বিরক্তির ঘটনা থামানোর চেষ্টা করা হচ্ছে না। এর থেকেই স্পষ্ট যে কানাডার রাজনৈতিক পরিসরে বিচ্ছিনতাবাদীদের কতটা জায়গা দেয়া হয়েছে। এই ধরনের ঘটনায় ভারত-কানাডা সম্পর্কে ছেদ পড়ছে। এতে হিংসাকে প্রশ্রয় দেয়া হচ্ছে।’

রোববার টরন্টোতে শিখ সম্প্রদায়ের এক অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাদের পাশে থাকার বার্তা দেন। ট্রুডো ইঙ্গিতবহ ‘প্রতিশ্রুতি’ দিয়ে বলেন, দেশটিতে শিখ সম্প্রদায়ের অধিকার এবং স্বাধীনতা সবসময় রক্ষা করবে তার সরকার।

‘খলসা দিবস’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘কানাডায় প্রায় আট লাখ শিখ বংশোদ্ভূত বসবাস করেন। তাদের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সবসময় আপনাদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় পাশে থাকব। এবং ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে আমরা সবসময় আপনাদের সম্প্রদায়কে রক্ষা করব। কানাডার অন্যতম বড় শক্তি হলো এদেশের বৈচিত্র্য।’

এরপর কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায়ের উদ্দেশে ট্রুডো বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, শিখ মূল্যবোধ হলো কানাডার মূল্যবোধ। স্বাধীনভাবে এবং ভয় ভীতিহীনভাবে আপনাদের ধর্ম পালনের অধিকার রয়েছে। এটা কানাডার অধিকার ও স্বাধীনতা চার্টারে নথিভুক্ত মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি। এবং এর জন্যেই আমরা সবসময় আপনাদের পাশে দাঁড়াব এবং রক্ষা করব।’
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
আবারো ভারতের নির্বাচন তাপপ্রবাহের মুখে, সতর্ক করল আবহাওয়া ব্যুরো সব বন্দীকে ফিরিয়ে আনব : নেতানিয়াহু বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু বোরোর ফলন ভালো হলেও উৎপাদন খরচ বেশি ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী আত্মরক্ষার অধিকার বৈধতা দেয় না গণহত্যাকে চার বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী সার্বিয়া ডিমের ডজন ১৫০ ছাড়িয়েছে, নাগালে আসছে না মাছ ও সবজি যুক্তরাষ্ট্র র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না : মার্কিন উপ-মুখপাত্র শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

সকল