০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন

শীতলকুচিতে গণহত্যার অভিযোগ মমতার, 'আরো শীতলকুচির' হুমকি রাজ্য বিজেপির

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারণা - ছবি : বর্তমান

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চলমান বিধানসভার নির্বাচনে শনিবার চতুর্থ দফার ভোট গ্রহণে কুচবিহার জেলার শীতলকুচিতে অপেক্ষমান ভোটারদের সারিতে গুলি বর্ষণের ঘটনাকে গণহত্যা হিসেবে অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে 'বাড়াবাড়ি করলে আরো শীতলকুচি হবে' বলে হুমকি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

রোববার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, 'এটি গণহত্যা। কারণ, প্রত্যেকটি গুলি লেগেছে হয় গলায়, না হয় বুকে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে যদি গুলি চালাতেও হয়, তা কোমরের নিচে। এক্ষেত্রে তা হয়নি।'

মর্মান্তিক এই ঘটনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে মমতা বলেন, ‘বিজেপির পুলিশকে দিয়ে গুলি চালিয়েছে কেন্দ্র। এমন অমানবিক ঘটনা কখনো হয়নি। ধিক্কার অমিত শাহ... ধিক্কার ভারত সরকার।’

শীতলকুচিতে শনিবারের গুলি বর্ষণের ঘটনায় নিহতরা সবাই আমতলি গ্রামের বাসিন্দা। তারা হলেন, আমিদুল মিঞা, মনিরুজ্জামান মিঞা, সামিউল হক ও নুর আলম হোসেন।

শনিবার বিকেলে নিহতদের গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

অপরদিকে রোববার কলকাতার উত্তরে বরাহনগরে নির্বাচনী সভায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষ শীতলকুচির মতো আরো ঘটনার হুমকি দেন।

ভাষণে তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী বুথেই থাকবে। কেউ লালচোখ দেখালে আমরাও আছি। বাড়াবাড়ি করলে শীতলকুচিতে তো দেখেছেন, কী হয়েছে? জায়গায় জায়গায় আরো শীতলকুচি হবে।’

অপরদিকে জলপাইগুড়িতে সোমবার এক পথসভায় বিজেপি রাজ্য সেক্রেটারি সায়ন্তন বসু একজনকে মারলে শীতলকুচির মতো আরো চারজনকে হত্যার হুমকি দিয়েছেন।

তিনি বলেন, 'খেলা যদি খেলতে চাও, তবে শীতলকুচির খেলাই খেলব। সকালবেলা ১৮ বছর বয়সী আনন্দ বর্মণকে মেরেছিলে। বেশিক্ষণ সময় লাগেনি। ছয় ঘণ্টার মধ্যেই চারজনকে বেহস্তের রাস্তা দেখিয়ে দেয়া হয়েছে।'

শনিবার সকালে পাঠানটুলি শালবাড়ির ২৮৫ বুথে ভোট দিতে গিয়ে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আনন্দ বর্মণের মৃত্যু হয়।

পরে জোড়পাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সাথে অপেক্ষমান ভোটারদের বিতর্কের জের ধরে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা গুলি শুরু করলে চারজন নিহত হন।

সূত্র : আনন্দবাজার ও বর্তমান


আরো সংবাদ



premium cement