১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে বাসচালকের মৃত্যু

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে বাসচালকের মৃত্যু - নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে সোহরাব হোসেন বাবু (৫২) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার সিংহঝুলী গ্রামে এ ঘটনা ঘটে।

সোহরাব হোসেন সিংহঝুলী গ্রামের মরহুম আব্দুর রহিম বিশ্বাসের ছেলে।

সোহরাব হোসেনের ভাতিজা আমিনুল করিম জানান, সোমবার দুপুরে বাড়ির সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। সোহরাব হোসেন ঘরের ভেতর বিদ্যুৎ লাইন চালু রেখেই লাইনের একটি প্লাগে লোহার ছুরি দিয়ে কাজ করছিলেন। ওই সময় সেখানে থাকা মাল্টিপ্লাগের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

আমিনুর করিম বলেন, ‘আমরা কিছু বুঝে ওঠার আগেই সে গুরুতর আহত হয়। স্থানীদের ডাক-চিৎকারে আমরা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যাই।’

সিংহঝালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে যাই। চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক শাহিদুর রহমান জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement