২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ট্রেবল জয়ের লক্ষ্য এবার সিটির

-

ম্যানচেস্টার ডার্বিতে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে তিন মৌসুম পর এফএ কাপ জিতল ইত্তিহাদের দলটি। ম্যাচ শুরুর ১৩ সেকেন্ডে ইলকায় গুন্দোয়ানের রেকর্ড গড়া গোলে এগিয়ে যায় সিটি। প্রায় ২০ গজ দূর থেকে দারুণ ভলিতে গোলটি করেন তিনি। আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতায় ফিরলেও অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা সিটিকে আটকাতে পারল না টেন হাগের দল। ফাইনালে গত পরশু ২-১ গোলে দুর্দান্ত জয় সিটির। প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর এবার জয় করল এফএ কাপের শিরোপা।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে জোড়া গোল করে সিটির জয়ের নায়ক বনে যান গুন্দোয়ান। এই নিয়ে সপ্তমবারের মতো এফএ কাপ চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। সামনে ইউরোপের সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। দ্বিতীয় শিরোপা জয়ের পর স্বপ্নের ট্রেবল জয়ের সামনে পেপ গার্দিওলার দল। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিয়ে ট্রেবল জিতে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ম্যানচেস্টার সিটি।
বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা সিটির হয়ে ম্যাচের শুরুতেই অসাধারণ এক গোল করেন গুন্দোয়ান। গোলরক্ষক স্টেফান ওর্টেগার লম্বা করে বাড়ানো বল দুই সতীর্থ ঘুরে ডি-বক্সের সামনে পেয়ে দুর্দান্ত ভলিতে গোল করে সিটিকে ১-০তে এগিয়ে নেন তিনি। এফএ কাপ ফাইনালে এটিই সবচেয়ে দ্রুততম গোল। ১৪ বছর আগে রেকর্ডটি করেছিলেন লুইস সাহা। ২০০৯ এফএ কাপ ফাইনালে চেলসির বিপক্ষে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন এভারটনের ফরাসি এই স্ট্রাইকার।
ম্যাচের ৩৩ মিনিটে সমতায় ফেরে ম্যানইউ। পাল্টা আক্রমণে সিটির বক্সে জ্যাক গ্রিলিশের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। নিখুঁত স্পট কিকে সমতা টানেন পর্তুগিজ তারকা ফার্নান্দেজ। ৫১ মিনিটে আবারো সিটিকে গোল করে এগিয়ে নেন গুন্দোয়ান। ডান দিক থেকে ডে ব্রুইনের ফ্রি কিকে বল বক্সের বাইরে পেয়ে শট নেন জার্মান মিডফিল্ডার। বাঁ পায়ের শটে দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে তা খুঁজে নেয় জালের ঠিকানা।
ম্যাচের একেবারে শেষ দিকে কয়েক মিনিট সিটির রক্ষণে ভীষণ চাপ বাড়ায় ইউনাইটেড। অতিরিক্ত সময়ে মুহূর্তের ব্যবধানে দারুণ দু’টি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ওল্ডট্র্যাফোর্ডের দলটি। রাফায়েল ভারানের শট গোলরক্ষক ওর্টেগা ঠেকানোর পর কাছ থেকে হেডেও লক্ষ্যভেদ করতে পারেননি স্কট ম্যাকটমিনে। শেষের বাঁশি বাজতেই ডাবল জয়ের উল্লাস শুরু সিটির। লক্ষ্য এবার ইতিহাসের দ্বিতীয় ইংলিশ দল হিসেবে ট্রেবল জয়ের। আগামী ১০ জুন ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।


আরো সংবাদ



premium cement