২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সৌদির প্রস্তাব নিয়ে চিন্তা শুরু বেনজেমার

-

ইউরোপ থেকে ফুটবলার কিনে আনার প্রতিযোগিতায় নামতে যাচ্ছে সৌদি আরবের ফুটবল কর্মকর্তারা। গত জানুয়ারিতে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে সৌদি ক্লাব আল নাসর। কিছুদিন আগে সিআর সেভেন বলেছিলেন, অদূর ভবিষ্যতে সৌদি প্রো লিগ বিশ্বের সেরা পাঁচটি লিগের মধ্যে একটি হয়ে উঠবে। এর মধ্যে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে প্রো লিগে দলে টানতে বছরে ৬০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে তারা। চেষ্টা চালিয়ে যাচ্ছে সার্জিও বুসকুয়েটস ও জর্দি আলবার মতো ফুটবলারদের লিগে ভেড়ানোর। এবার যোগ হলো করিম বেনজেমার নাম।
রিয়াল মাদ্রিদের সাথে চলতি মৌসুমের জুনে চুক্তির মেয়াদ শেষ হয়ে করিম বেনজেমার। গত মাসে আরো এক বছরের জন্য চুক্তি নবায়নের বিষয়ে মৌখিকভাবে রাজি হয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড। চুক্তি না করলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন বেনজেমা। এর মধ্যে সৌদি ক্লাবের আকর্ষণীয় প্রস্তাব। ‘মাদ্রিদ জোন’ জানিয়েছে, বেনজেমাকে দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব। যার ফলে বেনজেমার এক পা এখন বার্নাব্যুর বাইরে। ৩৫ বছর বয়সী বেনজেমা জানুয়ারিতে দুই বছরের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সম পরিমাণ অর্থের বিনিময়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে যোগ দিয়েছেন আল নাসরে। সূত্রমতে, সৌদির প্রস্তাবে ইতোমধ্যেই ভাবতে শুরু করেছেন বেনজেমা।
২০২২-২৩ মৌসুমটা ইনজুরিতে ভুগতে থাকা বেনজেমার কাতার বিশ্বকাপেও খেলা হয়নি। একটি সূত্র ইএসপিএনকে জানায়, বেনজেমা বার্নাব্যুতে থাকতে চান। আবার সাবেক মাদ্রিদ সতীর্থ রোনালদোর সাথেও রিয়াদে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে।
স্প্যানিশ পত্রিকা এএস জানায়, ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় সৌদি আরব। ওই বিশ্বকাপের আয়োজক হওয়ার স্বীকৃতি পেতে রোনালদো, মেসির পাশাপাশি বেনজেমাকেও ব্যবহার করতে চান সৌদি কর্তৃপক্ষ। সেই সাথে শুভেচ্ছাদূতের চুক্তিও করতে পারে আরব দেশটি।
সাংবাদিক ফ্যাবরিজিও রোমানোর দাবি, সৌদি ক্লাবের প্রস্তাব গুরুত্বের সাথে ভেবে দেখছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বেনজেমা। তিনি সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় নিতে চান না। এক সপ্তাহের মধ্যে রিয়ালে থাকবেন নাকি সৌদি ক্লাবে যাবেন, এ বিষয়ে সিদ্ধান্তে আসতে চান বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার।


আরো সংবাদ



premium cement