২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বোলারদের পক্ষেই লিটন দাস

-

চট্টগ্রামে নির্বিষ বাংলাদেশের বোলিং আক্রমণ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ দল ৩৩০ রানে গুটিয়ে যাওয়ার পর দিনের বাকি দুই সেশন দাপট দেখিয়েছে পাকিস্তান। বাংলাদেশ দলের বোলাররা প্রতিরোধ গড়তে পারেননি। কোনো উইকেট না হারিয়ে ১৪৫ রানে দিন শেষ করেছে সফরকারীরা। দিন শেষে সংবাদ সম্মেলনে আসা লিটন দাসের কাছে জানতে চাওয়া হয়েছে তাইজুল, এবাদত, রাহী, মিরাজদের নিয়ে গড়া বোলিং বিভাগে নিজেদের সবচেয়ে ‘পুওর’ বোলিং লাইনআপ কি না? এমন প্রশ্নে মেজাজ হারান লিটন, ‘আপনি কিভাবে পুওর বোলিং লাইনআপ বলতে পারেন? যে কয়জন বোলার খেলছে সবাই তো টেস্ট বোলার। এবাদত, রাহি এরা দুজনই টেস্ট বোলার এবং অনেক উপকার ও সাহায্য করেছে, উইকেটও নিয়েছে। তাইজুল-মিরাজকে নিয়ে তো সন্দেহই নেই। তো এখানে পুওর বোলিংয়ের কিছু নেই।’
নিজের রিভিউ না নেয়ার ব্যাখ্যায় লিটন বলেন, ‘রিভিউ জিনিসটা পুরোপুরি তাৎক্ষণিক ব্যাপার। তখন মনে হয়েছে বলটা আগে ব্যাটে লেগেছে যে কারণে রিভিউ নেইনি। যদি মনে হতো প্যাডে আগে লেগেছে তা হলে অবশ্যই রিভিউ নিয়ে নিতাম।’
লিটনের সাড়ে ছয় বছরের টেস্ট ক্যারিয়ারে এটিই প্রথম তিন অঙ্ক ছোঁয়া ইনিংস। আবারো এমন সুযোগ নিতে চাইবেন তিনি, সবাই চেষ্টা করেছে ধারাবাহিক হওয়ার। আমি কতটুকু দিতে পারব, ফলাফল কতটুকু হবে জানি না। তবে প্রক্রিয়া অনুসরণ করব। ছয়-সাত টেস্ট ধরে করে আসছি। এক শ’ করেছি দেখে পরের দিন নামলে আবার এক শ’ হবে তেমনটা না। টেস্ট ক্রিকেট অনেক কঠিন। শূন্য থেকে শুরু করতে হয়, সবসময়ই চ্যালেঞ্জের।


আরো সংবাদ



premium cement