২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বাতিলের শঙ্কা কিউইদের বাংলাদেশ সফর

-

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর মাঝে একের পর এক সিরিজ স্থগিত হয়ে যাচ্ছে। সারাবিশ্বে সব ধরনের খেলাধুলা বন্ধ। আগামী আগস্টে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দু’টি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ডের। জুন-জুলাই মাসে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের পর কেন উইলিয়ামসন বাহিনী আসবে বাংলাদেশে। কিন্তু করোনার ছোবলে এই সিরিজগুলোও বাতিল হয়ে যেতে পারে।
প্রাণঘাতী ভাইরাসের কারণে বাংলাদেশের পাকিস্তান সফর বাতিল হয়েছে। দেশেও সমস্ত খেলাধুলা বন্ধ। অন্য দিকে ইতোমধ্যে নিউজিল্যান্ড মহিলা দলের শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়েছে, যা এপ্রিলের শেষে হওয়ার কথা ছিল। তবে তাদের মৌসুমের শেষ দিকেই করোনা ছড়িয়েছে। যে কারণে এখন পর্যন্ত ঘরের মাঠে কোনো দ্বিপক্ষীয় সিরিজ বাতিল হয়নি তাদের। বছরের মাঝামাঝি করোনার প্রকোপ কেমন থাকে সেটা দেখার পর এই সিরিজ নিয়ে সিদ্ধান্ত হবে।
গতকাল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘পরিস্থিতি খুবই হতাশাজনক। বিশেষ করে যারা খেলার সাথে জড়িত। করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন বন্দী। এখন শুধু আমাদের লোকজনের ভালো থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সেটা নয়। পাশাপাশি আমাদের সমাজের ভালোও দেখতে হবে।’
নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড বর্তমানে তাদের ক্রিকেটকে আরো টেকসই করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে জানিয়ে প্রধান নির্বাহী হোয়াইট আরো বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটের ভাগ্য ভালো। আমরা যখন গ্রীষ্মের শেষে এসে পড়েছিলাম, তখন এই সঙ্কট দেখা দেয়। আমরা বুঝতে পারছি সব বন্ধ হয়ে যাওয়ায় ক্রিকেট এবং ক্রিকেটারদের সমস্যায় ফেলেছে। এখন আমাদের মনোযোগ নিউজিল্যান্ড ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করা।’

 


আরো সংবাদ



premium cement