০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বৃষ্টিখেলা

-

বর্ষা এলো। কেয়ার বনে আঁধার এলো নেমে,
হিজল বনে সোনার নূপুর। বৃষ্টি থেমে থেমে।
কদম কলির শিহরনে ভেজা হাওয়া দোলে,
দমকা হাওয়ায় একটুখানি মেঘের ঝাঁপি খোলে।
মেঘ বৃষ্টি আলোর নাচন উদাস করে মন,
দিগন্ত দূর আউশ ক্ষেতে সুরের শিহরন।
মাঠে ঘাটে হাওর পাড়ে কালো জলের ধারা,
ছাতি মাথায় বৃষ্টি জলে যাচ্ছে হেটে কারা।
নদীর বুকে নৌকো চলে খেয়া পারাপার,
চারদিকে জল থই থই থই অকূল পারাবার।
অনেক দূরে কাজল রেখায় গাঁয়ের ছবি আঁকা,
পাশ দিয়ে তার ছোট্ট নদী বইছে আঁকাবাঁকা।
ঝিরি ঝিরি সারাটা দিন মেঘ বৃষ্টি খেলা,
এমনি করেই দুপুর কেটে গড়িয়ে যায় বেলা।
বিকেল হলে রঙধনুকের সপ্তরঙের রূপ,
নীল আকাশের নীলের আভায় দারুণ অপরূপ।
বাদল ঝরা এমন দিনে মনে হাজার স্মৃতি,
আশৈশব ডানপিটে মন সোহাগমাখা প্রীতি।

 


আরো সংবাদ



premium cement