২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আগডুম বাগডুম

-

বিজয় মানে
জাকির আজাদ

বিজয় মানে একটি দেশের
যুদ্ধের ’৭১ সাল,
ধ্বংস লীলা হত্যাযজ্ঞের
এক বিনাশী কাল।

বিজয় মানে একটি দেশের
পরাধীনতার হাল,
মুক্তি পাগল সব দামালের
প্রতিশোধের ঝাল।

বিজয় মানে একটি দেশের
সবুজ ক্ষেতের আল,
স্বাধীন পায়ে ছুটে যাওয়ার
ইচ্ছে ছন্দের তাল।

বিজয় মানে একটি দেশের
সুরক্ষারই ঢাল,
মুক্ত বায়ু উড্ডীন পতাকা
লাল সবুজে লাল।

বিজয়
সাহিদা শিল্পী

দেশের তরে সজাগ থাকি
হৃদয় মাঝে স্বপ্ন আঁকি
বীর সেনাদের মতো,
দেশমাতাকে ভালোবেসে
দেশের তরেই ছুটে আসে
বাধ্য ছেলে যতো।
মুক্তিযুদ্ধে চলে গেলে
বুকের তাজা রক্ত ঢেলে
স্বাধীনতা দিলে
বিজয় দিনে শপথ করি
লালসবুজের নিশান ধরি
আমরা সবাই মিলে।

টিয়ের বিয়ে
খান মোহাম্মদ খালেদ

সবুজ টিয়ে
করবে বিয়েÑ
জানালো তার চাওয়া,
হলদে পাখি
হলুদ মাখি
করল শুরু গাওয়া।

টিয়ের পাখায়
হলুদ মাখায়
টিয়ের সবুজ হাওয়া,
গাছের শাখায়
জল না-থাকায়
হয় না টিয়ের নাওয়া।

বন্ধ শেষে
বরের বেশে
কনের বাড়ি যাওয়া,
কনের বাড়ি
আহাজারিÑ
খবর দিলে কাওয়া।

অভ্যাগত
ছিল যত
বন্ধ তাদের খাওয়া,
এমন জবর
মজার খবর
হাওয়া থেকে পাওয়া।

আয়রে খুকু পড়বি আয়
পঞ্চানন মল্লিক

হেমন্তের এ প্রভাত বেলায়
হালকা শীত যে বারান্দায়,
..বসতে হবে পরীক্ষায়
আয়রে খুকু পড়বি আয়।
শিশির ঝরে ছাদের পর
শীতে ভাঙা গলার স্বর,
খুলছে খুকুর পড়ার ঘর;
কমলের মা জলদি ওঠে
নাস্তা আর চা বানায়।
আয়রে খুকু পড়বি আয়,
আয়রে খুকু পড়বি আয়।

খুকুমনির পুতুল বিয়ে
সালাম হাসেমী

খুকুমনির পুতুল কন্যার বিয়ে হবে আজ,
আসবে যে বর মাথায় পরে দামি সোনার তাজ।
সেই বিয়েতে থাকবে বনের সব পশুপাখি,
গাইবে যে গান মধুর সুরে করে ডাকাডাকি।
এই বিয়েতে আসবে পরী করতে যে নাচগান,
নেচে গেয়ে ভরে দিবে সব অতিথির প্রাণ।
তবলা বাজায় বনের হরিণ, বাঁশি টিয়ে পাখি,
ঢোলক বাজায় শিয়াল পণ্ডিত হয়ে সাধের ঢাকি।
পালকি চড়ে কনে যাচ্ছে শ^শুরবাড়ি চলে,
খুকুমনি মৃদু স্বরে কাঁদছে নয়নজলে।


আরো সংবাদ



premium cement
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‘গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে’ সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে ‘অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না’ রাজশাহীতে হলে ঢুকতে না দেয়ায় রাস্তায় বিসিএস পরীক্ষার্থীর কান্না সালমান-শাকিবের পর এবার জয়কে টার্গেট!

সকল