০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


মন পোড়া কাব্য

-


এখন আর কারো জন্য অপেক্ষা করি না
রাস্তার মোড়ে থাকি না আর দাঁড়িয়ে
কিছুই ছিল না আমার
তবু সব কিছু ফেললাম হারিয়ে।
এখন কান্নাই হলো সম্বল আমার
তবু আমি কাঁদি না
আমার পোড়া মনে বসত করতে
কাউকে আর সাধি না।
তবু আমার মনের জানালায়
কেউ যদি দেয় উঁকি
থাকব না বেশি দিন
যদি ভুল করেও ঢুকি।
কচুয়া, চাঁদপুর


আরো সংবাদ



premium cement