০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


খেলনা! খেলনা!!

-

বিভিন্ন আকার ও উপকরণের খেলনা রয়েছে। তোমরা বিভিন্ন ধরনের খেলনা নিয়ে খেলা করো, তাই না?
খেলনার অপর নাম নিশ্চয়ই তোমাদের জানা আছে? খেলানা, খেলেনা।
খেলনা হচ্ছে একধরনের জিনিস, পুতুল বা ক্রীড়নক। তোমরা কখন খেলনা নিয়ে খেলা করো? অবসরে।
খেলনার ইংরেজি কী? তোমাদের জানাই আছেÑ ঞড়ু.
তোমরা খেলনা সম্পর্কে ভালোই জানো। বলতে পারো খেলনার প্রচলন হয়েছে কবে এবং কোথায়? ধারণা করা হয় প্রায় আট হাজার বছর আগে মানব সভ্যতার প্রথম যুগে খেলনার প্রচলন হয় বর্তমান ইরাকে। প্রথমে খেলনা তৈরি করা হতো মাটি দিয়ে। এরপর কাঠ দিয়ে এটি তৈরি করা হতো। অবশেষে আসে ধাতু ও প্লাস্টিকের খেলনার যুগ। এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।


আরো সংবাদ



premium cement