২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ধুনটে নাশকতার মামলায় জামায়াত নেতা দুলাল গ্রেফতার

ধুনটে নাশকতার মামলায় জামায়াত নেতা দুলাল গ্রেফতার - ফাইল ছবি।

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় রফিকুল ইসলাম দুলাল (৬৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার পাঁচথুপি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রফিকুল ইসলাম দুলাল উপজেলা জামায়াতের সাবেক আমির ও চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

তার বিরুদ্ধে বগুড়ার ধুনট ও শেরপুর থানায় নাশকতাসহ ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম দুলাল উপজেলার পাঁচথুপি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ২০০২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশ ধুনট উপজেলা শাখার আমিরের দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে বগুড়ার শেরপুর থানায় তার বিরুদ্ধে একটি নাশকতার মামলা দায়ের হয়। ওই মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, শেরপুর থানায় দায়ের করা মামলায় রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement