২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


তাড়াশে হাতিতে চড়ে বিয়ে

তাড়াশে হাতিতে চড়ে বিয়ে - ছবি : নয়া দিগন্ত

কলেজে পড়ার সময় প্রেম। আর ওই প্রেমকে স্মরণীয় করতে বর সেজে বিয়ে করতে এসেছেন হাতিতে চড়ে। এ নিয়ে হৈ হৈ রৈ রৈ কাণ্ড বেঁধে যায়। এলাকার উৎসুক জনতা এক নজর বর-কনেকে দেখতে বিয়ে বাড়িতে ভিড় জমায়। মুহূর্তেই বিয়ের আসর পরিপূর্ণ হয়ে যায় হাজারো জনতায়।

রোববার এমন একটি বাদশাহী বিয়ে সম্পন্ন হয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাকড়শোন গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার ধামাইচ গ্রামের জুব্বার মন্ডলের ছেলে সাগর মন্ডল (২৪) ও মাকড়শোন গ্রামের মো: তোজাম্মেল প্রামানিকের মেয়ে তালজিলা আকতার বীথি (২৪) নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার শহীদ শামসুজ্জোহা অনার্স কলেজের ইসলামের ইতিহাসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কলেজে পড়া অবস্থায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর প্রেমকে স্মরণীয় করে রাখতে তারা সিদ্ধান্ত নেন হাতিতে চড়ে বিয়ে করার। আর সে অনুযায়ী বর সাগর মন্ডল দুপুর ২টায় হাতিতে চড়ে বিয়ে করতে আসেন আট কিলোমিটার দূরে মাকড়শোন গ্রামের কনে তালজিলা আকতার বীথির বাড়িতে। সেখানে দুই লাখ টাকার দেনমোহরে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের আসরে কথা হয় বর সাগর মন্ডলের সাথে। তিনি বলেন, সবই তো জানেন। প্রেমকে স্মরণীয় করতে সম্রাট শাজাহান তাজমহল গড়েছেন। সেখানে তো আমাদের এটি একটি ক্ষুদ্র প্রয়াস।

বরযাত্রী রঞ্জু শেখ বলেন, এ ধরনের একটি বিয়েতে বরযাত্রী হতে পেরে আমরা ভীষণ আনন্দিত।

এ দিকে এমন খবর পেয়ে হাজার হাজার মানুষ বিয়ের আসরে ভিড় করতে থাকে। তাদের সামলাতে কনে পক্ষকে হিমশিম খেতে হয়।


আরো সংবাদ



premium cement
হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ কী হবে হামাসের প্রতিক্রিয়া উইলিয়ামসনের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির ব্যাংক একীভূত করার প্রক্রিয়া কি হোঁচট খেল? ফেনীতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ

সকল