নাটোরে গণধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছরের আটকাদেশ
- নাটোর প্রতিনিধি
- ২৯ এপ্রিল ২০২৪, ১৭:৩০
নাটোরের বড়াইগ্রামে গণধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছে আদালত।
সোমবার নাটোরের শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
আটকাদেশপ্রাপ্তরা হলেন জেলার বড়াইগ্রাম উপজেলার নগর গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো: আকাশ ইসলাম (১৭), সেকেন্দার আলীর ছেলে মো: তুজাম দেওয়ান (১৬) ও শাহিদ আলীর ছেলে মো: রানা (১৬)।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২০ মার্চ বেলা সাড়ে ৩টার দিকে এক কিশোরী বাড়ির পাশের খালের পাড় দিয়ে একা একা হেঁটে যাচ্ছিলেন। ওই সময় অভিযুক্তরা তাকে জোর করে পাশের তাল গাছের নিচে নিয়ে যান এবং পালাক্রমে গণধর্ষণ করেন। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে এগিয়ে গেলে ধর্ষণকারীরা পালিয়ে যান। এ ঘটনায় কিশোরীর ভাই তিনজনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বয়স বিবেচনায় তিন কিশোরকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন বিচারক।