২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ইতালি থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোয় জামায়াত আমিরের উদ্বেগ

জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান - ছবি: সংগৃহীত

মেসিডোনিয়ায় ১৪৪ জন বাংলাদেশী উদ্ধার এবং ইতালি থেকে ১৪৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোয় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান শুক্রবার এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘ইউরোপের দেশ মেসিডোনিয়ার গাভগালিজা শহরে ৭ জুলাই ১৪৪ জন বাংলাদেশি অভিবাসীকে মানবপাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হয়। ১০ জুলাই ইতালির রোম থেকে ১৪৭ জন বাংলাদেশি নাগরিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

সরকারের উদাসিনতা ও দূর্বলতার কারণে একের পর এক মানব পাচারের ঘটনা ঘটছে। অনেক সময় মর্মান্তিক ঘটনাও সংঘটিত হচ্ছে। বরাবরই মানবপাচারকারীরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। মেসিডোনিয়ায় মানব পাচারকারীদের কবল থেকে উদ্ধারকৃত ১৪৪ জন বাংলাদেশির পরিবার-পরিজন গভীর উদ্বেগের মধ্যে আছেন। তারা তাদের সন্তানদের নিরাপদে ফিরে আসার প্রতীক্ষায় প্রহর গুনছেন।

অপরদিকে, করোনার কারণে এমনিতেই মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই নাযুক এর মধ্যে ইতালি থেকে ১৪৭ জন প্রবাসী ফেরত আসার ঘটনায় ভুক্তভোগীগন পথে বসার উপক্রম। ইতালির রোমের ফিউমিসিনোল বিমানবন্দরে বাংলাদেশী নাগরিকদের অবতরণ করতে না দিয়ে দেশে ফেরত পাঠানো অত্যন্ত অমানবিক ও দুঃখজনক। সরকারের অবহেলা ও চরম অব্যাবস্থাপনার কারণেই তাদের ফেরত আসতে হয়েছে।

মানবপাচারের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ ও পাচারের শিকার লোকদের তাদের পরিবারের নিকট নিরাপদে ফিরিয়ে দেয়া এবং অভিবাসীদের যাতে অসহায় অবস্থায় ফিরে আসতে না হয় সেজন্য কার্যকর ব্যাবস্থা গ্রহণ করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’


আরো সংবাদ



premium cement

সকল