Naya Diganta

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথমপত্র

সুপ্রিয় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : দ্বিতীয় ভাগ- ঘটনা ও লেনদেন’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩৭. যে ঘটনার দ্বারা দুটি পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে কী বলে? (ক) লেনদেন
(খ) হিসাব
(গ) খতিয়ান
(ঘ) রেওয়ামিল
৩৮. জনাব রনিকে ১২,০০০ টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ করা হলো। এটি লেনদেন না হওয়ার যৌক্তিকতা কী?
(ক) কারবারে কর্মীর সংখ্যা বৃদ্ধি পাওয়া
(খ) বিবিধ দেনাদারের উদ্ভব ঘটা
(গ) মালিকের নিজস্ব ইচ্ছার প্রতিফলন ঘটা
(ঘ) অর্থের আদান-প্রদান অনুপস্থিত থাকা
৩৯. নগদে পণ্য ক্রয়-বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি?
(ক) চালান (খ) ডেবিট নোট
(গ) ক্রেডিট নোট (ঘ) ক্যাশ মেমো
৪০. ক্যাশ মেমো সাধারণত কয় কপি প্রস্তুত করা হয়?
(ক) ২ কপি (খ) ৩ কপি (গ) ৪ কপি (ঘ) ৫ কপি
৪১. বীথি মালিবাগ থেকে নগদ টাকায় মিষ্টি কিনে দোকানিকে ক্যাশ মেমো দিতে বলে। এমতাবস্থায় দোকানি বীথিকে ক্যাশ মেমোর এক কপি প্রেরণ করে। এখানে দোকানি কোন কপিটি বীথিকে দিয়েছে?
(ক) মূল কপি (খ) কার্বন কপি
(গ) ফটোকপি (ঘ) সত্যায়িত কপি
উত্তর : ৩৭. ক, ৩৮. ঘ, ৩৯. ঘ, ৪০. খ, ৪১. ক।