Naya Diganta

নান্দাইলে লু হাওয়ার কারণে নষ্ট হলো বোরো ধান

ক্ষতিগ্রস্ত একটি ধানক্ষেত

নান্দাইলে লু হাওয়ার কারণে এলাকার ২৫০ হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। গত ৪ এপ্রিল সন্ধ্যায় নান্দাইল উপজেলার উপর দিয়ে লু হাওয়া বয়ে যাওয়ায় ফসলের এ ক্ষতি হয়। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ৪ এপ্রিল সন্ধ্যায় নান্দাইল উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ৩-৪ ঘণ্টার ধূলিঝড় ও গরম বাতাসে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ধানের পরাগ নষ্ট হয়ে চিটা হয়ে গেছে সব ধান। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্যাপক হতাশার সৃষ্টি হয়েছে।

উপজেলার ১৩ ইউনিয়নে লু হাওয়ার কারণে প্রায় ২৫০ হেক্টর বোরো ধানের ক্ষতি হয়েছে বলে নান্দাইল কৃষি অফিস নিশ্চিত করেছে। এ ব্যাপারে নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান জানান, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এখানে কারো নিয়ন্ত্রণ নেই। ধানের ক্ষতির সবচেয়ে স্পর্শকাতর সময় হচ্ছে ফ্লাওয়ারিং পিরিয়ড। এ সময়টাতে দুর্যোগপূর্ণ হাওয়া প্রবাহিত হওয়ায় এ ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। সরকারিভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দিলে কৃষি বিভাগ তা বাস্তবায়নে যথাযত ব্যবস্থা নিবে।